একটু আগে বাড়ি ফিরলাম। সব ঝামেলা চুকে। দরোজায় দাঁড়িয়ে পিছন ফিরে দ্যাখি, এ-কী! আমার সমস্ত শরীর যেনো পুড়ে যাচ্ছে শারদীয় জোছনায়, তীব্র আলোয়।
দুর্দান্ত সাহসী মিছিলের সম্মুখ
প্ল্যাকার্ড, ব্যানার আর ফেষ্টুনের সুশোভন প্রতিচ্ছবি
স্লোগানে স্লোগানে মুখর হলো আজ।
যে জীবনে ফুল ফোঁটানো হলো না আমার
সুর্যাস্ত কিঙবা সূর্যোদয়ের রক্তিম আভার মতো
সেই আমি আজ মিছিলের সম্মুখে।
আজ আমাদের মিছিলের স্লোগান হবে জীবনের জন্যে
আমাদের পেটে কেনো অন্ন জোটে না দু'বেলা?
আমাদের জীবনের মূল্যবোধ নেই
আমাদের বেঁচে থাকার কোনো আনন্দ নেই
আমাদের ভালোবাসার কোনো ফুল নেই;
আজ এ মিছিল হোক জীবন এবং ভালোবাসার।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।