আমাদের কথা খুঁজে নিন

   

খুশবন্ত সিংয়ের জোকস

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

১. এক পাঞ্জাবি লোক চাকরির সন্ধানে ইংল্যান্ডের পথে প্রথম বারের মতো বিমান ভ্রমণ করছেন। বিমানটি ব্রিটিশ এয়ার ওয়েজের। লাঞ্চের সময় সুন্দরী স্টুয়ার্ডেস ইউরোপীয় খাবারের ট্রে এগিয়ে দিলে পাঞ্জাবি দৃঢ়তার সঙ্গে খাবার প্রত্যাখ্যান করল এবং তার ছোট্ট পুটলি খুলে রুটি বের করে চিবাতে লাগল। স্টুয়ার্ডেস জানতে চাইল, আপনি কি চিবাচ্ছেন? ‘ভারতের রুটি’ পাঞ্জাবির উত্তর। কিছুক্ষণ পর স্টুয়ার্ডেস ট্রে ভর্তি করে নিয়ে এল বিভিন্ন ধরনের পুডিং।

পাঞ্জাবি কৃষক আবার প্রবলভাবে মাথা নেড়ে পুডিং খেতে অস্বীকৃতি জানিয়ে পকেট থেকে একখণ্ড গুড় বের করে মুখে পুরল। স্টুয়ার্ডেস জানতে চাইল, ‘এবার কি খাচ্ছেন। ’ ‘ভারতের মিষ্টি। পাঞ্জাবির উত্তর। এরপর স্টুয়ার্ডেস যখন যাত্রীদের কাছ থেকে খালি ট্রেগুলো নিয়ে যাচ্ছিল তখন পাঞ্জাবি কৃষক শব্দ করে ঢেঁকুর তুলল।

তার এই ঢেঁকুরের শব্দে অনেক যাত্রী বিরক্ত হয়ে তার দিকে তাকাল। স্টুয়ার্ডেস এবার কঠোর কণ্ঠে জানতে চাইল, ‘এটা কি?’ এটা ‘এয়ার ইন্ডিয়া’ পাঞ্জাবির নির্বিকার উত্তর। ২. বান্তা সিং বাসে করে কোথাও যাচ্ছে। পাশের সিটে এক মাদ্রাজি সহযাত্রী। কিছুক্ষণের মধ্যেই মাদ্রাজি লক্ষ্য করল, বান্তা সিং কিছুক্ষণ পর পর তার টিফিনের বাটিটি খুলে কিছু দেখছে।

মাদ্রাজি কৌতুহলী হয়ে বান্তাকে প্রশ্ন করল : কিছুক্ষণ পর পর বাটির মধ্যে তুমি কি দেখছ? বান্তা : আমি অফিসে যাচ্ছি না বাসায় ফিরছি, সেটাই দেখছি। মাদ্রাজি অবাক হয়ে.. :টিফিনের বাটির সঙ্গে অফিসে যাওয়ার কি সম্পর্ক? :আরে ভাই এইটা বুঝলে না, বাটি খালি থাকলে আমি বাসায় ফিরছি আর ভরা থাকলে অফিসে যাচ্ছি। এটা তো সহজ ব্যাপার। বান্তা বিজ্ঞের মতো উত্তর দিল। ৩. এক সাহিত্য আসরে বান্তা সিংকে এক সাহিত্যবোদ্ধা প্রশ্ন করলেন :শেকসপিয়র পড়েছ কখনও কিংবা বেকন? বান্তা : না, কারা লিখেছে? ৪. বান্তা সিং একবার তার বন্ধুর সঙ্গে রাস্তা ধরে হেঁটে যাচ্ছিল।

আর তখন আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল। আর যতবারই বিদ্যুৎ চমকাচ্ছিল বান্তা সিং ততবারই তার মুখটাকে হাসি হাসি করে ফেলছিল। এটা দেখে তার বন্ধু জানতে চাইল বিদ্যুৎ চমকানোর সঙ্গে সঙ্গে তুমি হাসছ কেন? :হাসব না কেন? দেখছ না প্রকৃতি ফ্লাশ মেরে আমাদের ছবি তুলছেন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।