Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience
১.
এক আমেরিকান আর এক রুশ। কমিউনিজম ও গণতন্ত্রের গুণাগুণ নিয়ে আলোচনা করছিল। আমেরিকান বলল, ‘গণতন্ত্রে সাধারণ মানুষ তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করতে পারে। সে অবাধ ও স্বাধীন। তুমি জানো, আমি যে কোন দিন প্রেসিডেন্ট বুশকে ইডিয়ট বলতে পারি।
’
‘এ আর এমন কি? রুশ চমৎকৃত হল না। আমিও প্রেসিডেন্ট বুশকে ইডিয়ট বলতে পারি। ’
২.
এক হরিয়ানি কৃষক রেস্টুরেন্টে প্রবেশ করে একটি গ¬াস ও লেবু চাইল। লেবু চিপে কতটা রস বের করতে পারে তা দেখার জন্য সবাইকে বলল, উপস্থিত কেউ যদি একটি লেবু থেকে আমার চেয়ে বেশি রস বের করতে পারে, আমি তাকে পাঁচ টাকা দেব। ’
এক ক্ষীণকায় চশমা পরা কেরানি তার চ্যালেঞ্জ গ্রহণ করল এবং তার দুর্বল হাতে লেবু চিপে হরিয়ানির চেয়ে বেশ রস বের করতে সক্ষম হল।
হরিয়ানি বিস্ময় প্রকাশ করে বলল, ‘চমৎকার’। এরপর তাকে পাঁচ টাকার নোটটি দিয়ে জানতে চাইল ‘আমাকে বলুন কিভাবে এই স্বাস্থ্য নিয়ে আমার চেয়ে বেশি রস বের করা সম্ভব হল?’ লোকটি উত্তর দিল, ‘আমি ইনকাম ট্যাক্সের লোক, সেজন্য। ’
৩.
নির্বাচনকে সামনে রেখে এক রিপাবলিকান আর এক ডেমোক্র্যাটের মধ্যে গল্প হচ্ছিল। ডেমোক্র্যাট বললেন, আমি যখন কোন ট্যাক্সিতে চড়ি, সেই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ভালো ব্যবহার করি, তার ছেলেমেয়ের খবর নেই, তাকে বেশি করে বকশিশ দেই এবং নামার আগে অনুরোধ করি ‘ডেমোক্র্যাটদের ভোট দিও। ’
রিপাবলিকান সমর্থকটি বলল, ‘আমি এর ঠিক উল্টো হলেও তোমার সঙ্গে এক জায়গায় মিল আছেঃ।
আমি ট্যাক্সিতে উঠেই গালাগালি শুরু করি। সিগারেট ধরিয়ে ড্রাইভারের মুখে ধোঁয়া ছুড়ে দেই, একটা টাকাও টিপস দেই না, কিন্তু নামার সময় তোমার মতোই বলি ‘ডেমোক্র্যাটদের ভোট দিও।
৪.
বান্তা সিং তার বন্ধুর কাছে গল্প করছিল আগের দিন রাতে তার স্ত্রীর সঙ্গে ঝগড়ার ব্যাপারে।
বন্ধু : কি করে তোমার বউয়ের সঙ্গে ঝগড়াটা মিটল?
বান্তা সিং : শেষ পর্যন্ত তাকে হাঁটু মুড়ে বসতে হয়েছিল।
বন্ধু : তাই! তা সে হাঁটু মুড়ে বসে কি বলল?
বান্তা সিং : সে হাঁটু গেড়ে বসে মাথা ঝুকিয়ে বলল, ‘তুমি যদি পুরুষ হয়ে থাক তাহলে খাটের নিচে না লুকিয়ে বেরিয়ে এসে আমার সঙ্গে লড়াই কর।
’
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।