আমাদের কথা খুঁজে নিন

   

খুশবন্ত সিং এর পলিটিক্যাল জোকস

Never argue with idiots. They bring you down to their level and then beat you with experience

১ বান্তা সিং-এর ছোট ছেলে বান্তাকে প্রশ্ন করল, বাবা আমাদের দেশের পলিটিশিয়ানরা নাকি প্রায়ই মিথ্যা বলে? বান্তা সিং : ছিঃ বাবা, ওনাদের নিয়ে এ রকম কথা বলতে নেই। তারা দেশের গুরুজন। তাদের দোষ ধরতে নেই, ওনাদের গুণকে বড় করে দেখতে শেখো। তুমি বরং কথাটাকে এভাবে বলতে পার, তারা মাঝে মাঝে সত্য বলেন। সান্তা সিং : উন্নত বিশ্বের গণতন্ত্র আর উন্নয়নশীল দেশের গণতন্ত্রের মধ্যে পার্থক্য কি? বান্তা সিং : উন্নয়নশীল দেশে আমাদের মুক্তভাবে কথা বলার গ্যারান্টি আছে, আর উন্নত দেশে কথা বলার পরও মুক্তভাবে থাকার গ্যারান্টি আছে।

২ এক দর্জি গ্রাহকদের কোন কিছু না জানিয়ে স্থান ত্যাগ করায় তার গ্রাহকরা আফসোস করছিল। সে আমার প্যান্টের কাপড় মেরে দিয়েছে। রাম লালের অভিযোগ। আমার স্যুটের কাপড় নিয়ে সে চলে গেছে। এলাহি বক্সের অভিযোগ বান্তা সিংয়ের অভিযোগ আরও গুরুতর সে আমার মাপ নিয়ে ভেগেছে।

৩ এক গণতান্ত্রিক দেশের নির্বাচন কমিশন এক যৌথ নির্বাচনী সভার আয়োজন করেছে। সেখানে সব ক’জন প্রার্থী তাদের নিজ নিজ কর্মসূচি বর্ণনা করবেন যাতে করে ভোটাররা এক সঙ্গে সবার বক্তব্য শুনে সহজে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। যথাসময়ে সভাটি অনুষ্ঠিত হল। ৭ জনের প্রত্যেক প্রার্থীই গলা ঝাঁকিয়ে মুখে মধু ঢেলে নিজ নিজ প্রতিশ্র“তির কথা শোনালেন। সভা শেষ হওয়ার পর দেখা গেল, শ্রোতাদের মাঝখান থেকে একজন উচ্চস্বরে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিচ্ছে, ‘ঈশ্বর তোমাকে ধন্যবাদ, তুমি গণতন্ত্রের মতো একটি চমৎকার জিনিস আমাদের দিয়েছ।

’ শ্রোতার এ রকম কথা শুনে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা চমৎকৃত হয়ে জানতে চাইলেন, ‘আপনি গণতন্ত্রের এত ভক্ত কেন?’ জবাব এলো, ‘এই মাত্র আমি বুঝতে পারলাম, একমাত্র গণতন্ত্র আছে বলেই অন্তত, ৬ জন মিথ্যুককে ক্ষমতা থেকে দূরে রাখতে পারব। নির্বাচিত হবে মাত্র একজন। ’ ৪ নির্বাচনের আগে নির্বাচনকে সামনে রেখে এক রিপাবলিকান আর এক ডেমোক্র্যাটের মধ্যে গল্প হচ্ছিল। ডেমোক্র্যাট বললেন, আমি যখন কোন ট্যাক্সিতে চড়ি, সেই ট্যাক্সি ড্রাইভারের সঙ্গে ভালো ব্যবহার করি, তার ছেলেমেয়ের খবর নেই, তাকে বেশি করে বকশিশ দেই এবং নামার আগে অনুরোধ করি ‘ডেমোক্র্যাটদের ভোট দিও। ’ রিপাবলিকান সমর্থকটি বলল, ‘আমি এর ঠিক উল্টো হলেও তোমার সঙ্গে এক জায়গায় মিল আছেঃ।

আমি ট্যাক্সিতে উঠেই গালাগালি শুরু করি। সিগারেট ধরিয়ে ড্রাইভারের মুখে ধোঁয়া ছুড়ে দেই, একটা টাকাও টিপস দেই না, কিন্তু নামার সময় তোমার মতোই বলি ‘ডেমোক্র্যাটদের ভোট দিও’।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৬২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।