আমাদের কথা খুঁজে নিন

   

জবাব চাই সবার কাছে আমার দোষটা কি ছিল??

হে মানুষ, তুমি মানুষের মতই হও, এই আমার আশা ও প্রার্থনা।

গত ২রা ডিসেম্বর মাছরাঙ্গা নামক একজন ব্লগার পোষ্ট দিয়েছেন অন্ধকারের উপাসনায় আলো নেভে যেই যা ছিল কারো মতে কঠিন কবিতা!! কঠিন বাক্যাংশ, কঠিন শব্দ উচ্চারনের মাঝেই কি তাহলে কবিতা "কঠিনের" স্বার্থ?? অনেক দিন থেকেই বলা হয়, আধুনিক কবিতার মাঝে নাকি কোন অন্তর্গত মিল থাকে না, পড়ে কিছু বোঝা যায় না...ইত্যাদি, যদিও আমি তা একেবারেই বিশ্বাস করতাম না, কিন্তু ওই পোষ্ট পড়ে আমার মনে হয়েছে কথাটা সম্পূর্ণ মিথ্যা নয়! আমি কিছুটা মজা করেই কমেন্ট করেছিলাম, ইয়ে.....।মানে..........এটা কি কবিতা ছিল? প্রতিউত্তরে তিনি বলেছেন বাবুরাম সাপুড়ে কোথা যাস বাপুরে/ আয় বাবা দেখে যা/ দুটো সাপ রেখে যা - যে সাপের চোখ নেই............. আমার আপত্তি হচ্ছে এখানেই, একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে "সাপের" উপমা দিয়ে প্রকাশ করতে কি উনার এতটুকুও বাধলো না?? এজন্যেই পরে আমি বলতে বাধ্য হয়েছি, উপমার যথেচ্ছতা অমার্জনীয়, কিন্তু পরে তাহলে আমাকে ব্লক করা কেন হল??ব্লগে মতামত প্রকাশের স্বাধীনতাকে বড় করে দেখা হয়, এটা তাহলে কিসের বহিঃপ্রকাশ? তাহলে কি ধরে নিতে হবে, তিনি আমার কমেন্টকে অস্বীকার করতে ভয় পাচ্ছেন বলেই ব্লক করেছেন? জবাব চাই আমি সবার কাছেই। আর এই পোষ্ট লেখার উদ্দেশ্য আধুনিক কবিদের প্রতি অসম্মান নয়, বরং কোন একজনের মানসিক চিন্তা-ভাবনার কিছু অংশের শুদ্ধতা সাধন। খানিকটা প্রমান থাকা দরকার, তাই কিছু অংশ কপি করে দিলাম, দুর্লভ বলেছেন: উপমা প্রয়োগে যথেচ্ছতা কিংবা অপব্যবহার অমার্জনীয়। ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১১ লেখক বলেছেন: আপনি কিন্তু আসলে দুর্লভ নন। ১০. ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২০ সুরভিছায়া বলেছেন: ভাল কবির ভাল কবিতা । ০৩ রা ডিসেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬ লেখক বলেছেন: এ মা! এ-ত বলে দিলেন ! আমি ফুলে গোল্লা হয়ে গেছি! অনেক অনেক শুভেচ্ছা । দুঃখিত, আপনার এখানে মন্তব্য করার অনুমতি নেই ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.