যুক্তরাজ্যের কাছে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের প্রমাণ আছে বলে দাবি করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামরন।
রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী শুরু হওয়া জি-২০ সম্মেলনে এই কথা বলেন বৃটিশ প্রধানমন্ত্রী।
এসময় যুক্তরাজ্যের প্রোটন ডাউন গবেষণাগারের বিজ্ঞানীরা দামেস্ক থেকে সংগৃহীত নমুনা পরীক্ষা করছেন বলেও জানান ক্যামেরন।
তিনি জানান, যুক্তরাজ্য অবশ্যই সিরিয়ায় সেনা অভিযান চালানোর ব্যাপারে নেতৃত্ব দিবে। শরণার্থীদের সাহায্য দেবে এবং শান্তি আলোচনায় ভূমিকা রাখবে।
এদিকে ধারণা করা হচ্ছে, জি২০ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এজেন্ডা হিসেবে সিরিয়া ইস্যু না থাকলেও বৈঠকে এটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।