এলেমেলো কথাবার্তা tutul@amrabondhu.com
~:: ১ :: ~
মোরা একটি ফুলকে বাচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্র ধরি
যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
ডিসেম্বর ০২
এইদিনে ভারতের পশ্চিম সীমান্তবর্তী বিমানবন্দরগুলোতে আক্রমণ চালানো এবং পূর্ব-পাঞ্জাব, জন্মু ও কাশ্মীরে স্থল আক্রমণ চালানোর আগে পাকিস্তান পাক-মার্কিন দ্বিপক্ষীয় চুক্তির প্রথম ধারা অনুযায়ী আক্রান্ত দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সামরিক হস্তক্ষেপ চেয়েছিল। পাকিস্তানকে সহায়তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সপ্তম নৌবহর নিয়ে এগিয়ে আসবে। তখনো পর্যন্ত যুক্তরাষ্ট্র সিন্ধান্তহীনতায় ভুগছিল।
~:: ২ :: ~
~:: ৩ :: ~
পিরোজপুর
কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভাষ্য
বন্দীদের খেজুর গাছে উঠতে বলে, তারা যখন ওঠে তখন গুলি করে, গাছ থেকে মানুষ নীচে পড়ে, তারা উল্লাসে চেঁচিয়ে বলে খেজুর পাড়া হচ্ছে। শুনলাম ভগীরথ কিংবা ভগীরথি নামের একজনকে দড়ি দিয়ে জীপের সঙ্গে বেঁধে শহরের রাস্তায় রাস্তায় টেনে নেয়া হয়েছে।
রোজই অসংখ্য মৃতদেহ নদীতে ভাসতে ভাসতে যায়। শকুনের পাল দেহগুলোর উপর বসে বসে ঝিমোয়। নরমাংসে তাদের এখন আর রুচি নেই। আজকের মৃতদেহ দু’টির উপর কোন শকুন বসে নেই। আমি একদৃষ্টিতে তাকিয়ে আছি।
চোখ ফেরাতে পারছি না। সবুজ সার্ট গায়ে দেয়া ত্রিশ-পঁয়ত্রিশ বছরের একজন যুবকের মৃতদেহ। তার গলা জড়িয়ে ধরে আছে সাত আট বছরের একটি বালিকা। বালিকার হাত ভর্তি লাল চুড়ি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।