কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। দিন যায়, রাত যায়, মাস যায় তোমার অপেক্ষায় যায় সারা বেলা। স্মৃতিতে তোমার জড়িয়ে আছে অনেক আনন্দ, হাসি, কান্না তুমি যে বিজয়ের মাস ডিসেম্বর। তুমি তো জন্ম দিয়েছিলে একটি স্বাধীন দেশ জন্ম দিয়েছেলে একটি নতুন মানচিত্র, জন্ম দিয়েছিলে একটি নতুন পতাকা সেই সাথে জন্ম দিয়েছিলে একটি পুষ্পন্যায় দুহিতা, যার হাসিতে আমি হাসি যার হাসিতে দুঃখ ভুলি যার গানে পাগল আমি শুধুই করি পাগলামি। স্মৃতি বিজড়িত নানা বার্তায় ডিসেম্বর তুমি এসেছো যে ধরায় তাইতো মালা গাঁথি আজ পরম ভালবাসায়।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।