আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা// সময় যন্ত্রের অপেক্ষায় জেগে থাকি প্রতি রাত

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

আমি একখানা সময় যন্ত্রের আশায় জেগে থাকি প্রতি রাত, যদি কোন রাতে জানালার পাশ দিয়ে মোর উড়ে যায়... হয়তো আকাশে চাঁদ থাকবে স্মিত প্রভায়, সাথে গোটা কয়েক মিটিমিটি তারা এবং মেঘের উড়ে চলা খেলা বেড়ে যাবে আরেকটু সেদিন, আমি উঠে বসব সময় যন্ত্রে নির্নিমিষে নির্দ্বিধায় কারন ঐ যে আমি সেই সময় যন্ত্রেরই অপোয় চোখ খুলে কিংবা বুজেই চোখ প্রতি রাত একা একা দিন গুনি ভবিষ্যতের আর ভাবতে থাকি ফিরে যদি যেতে পারতাম সত্যি সেই দিনে , সেই বছর ছয়েক আগে অতীতে আমার আবার, আবার শুধু মাত্র একটি বার। আমি সেই অকল্পনীয় কল্পনার মাঝে বেঁচে থাকি... টিকে থাকি রাতের পর রাত বিনিদ্র ব্যাথায় স্বপ্নে সেই কল্প সময় যন্ত্রের নেশায় অকাতারে, বৃষ্টি এসে চোখে কখনও হঠাৎ প্রতিরূপ খোঁজে আর ঘন পূর্ণিমায় হারিয়ে ফেলি নিজেকে অন্ধকার ভালবাসায়, নেশাহীন নেশায় বুদ হতে হতে থেমে যায় নার্ভের ছন্দ; বন্দী করে জীবনটি মোর অতীত ভবিষ্যত মাঝে সরু রন্দ্র। পেছন কালের দিকে দৃষ্টির সূতো , টানে তার টানের কষ্ট নিয়ে আসে প্রতিটি নিশ্বাসের আলোড়ন মনেতে আমার, বিনিদ্র রজনী গুলোতে কষ্টই কেবল বন্ধু হয়ে ওঠে দিনের পর দিন একত্র সহবাসে । আমি তবু সেই সময় যন্ত্রের অপেক্ষায় জেগে থাকি আজও; আমি শুধু সেই অতীতে ফিরে যাব বলেই তো কষ্টকে বিতাড়িত করতে পারিনি ... কষ্টের অতীত শিকড়ে কোদালের একটি কোপ বসাব ফিরে সেই অতীতের সেই দিন , যেদিন কেষ্টর শিকড় হতে অংকুরিত হয়েছিল একটি অনন্ত বিরহের গাছ। আমি তাই একটি সময় যন্ত্রের অপেক্ষায় জেগেই রব অনন্তকাল সেই অতীতে ফিরে ঘটাতে একটি আবশ্যক পরিবর্তন । ১/১২/০৮

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.