আমাদের কথা খুঁজে নিন

   

ব্যাপক অতিকায় ক্ষুদ্র গল্প (সতর্কসংকেতঃ দূরবীন লইয়া খুঁইজা দেখতে হবে)

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

গল্প কিন্তু শুরু হয় নাই। এইটাকে গল্প মনে কইরা পড়তে থাকলে ভুল করবেন। প্রথমে একটা ভূমিকা থাকোন লাগে। ব্যাপক কর্ম, কাজেই ত্যাপক একটা ভূমিকা না থাকলে গল্প নাও খুঁইজা পাইতে পারেন। আফটার অল এইটাকে আপনাদের সাথে পরিচয় করাইয়া দিতে হইবে নইলে অন্য কিছু নামে আবার ডাকাডাকি শুরু করতে পারেন।

অতএব আমি এইটাকে যা বলমু - আসলে এইটা তাই হবে। লক্ষ্য কইরা, এইটার আলাদা কোন অস্তিত্ব নাই, আমি যখন ইহাকে অস্তিত্ব প্রদান করি তখনই ইহা কেবলমাত্র অস্তিত্বময় হইয়া বিমূর্ত ও দৃশ্যমান হইতে পারে। তবে জীবনের ব্যাপকমাত্রার অতি ক্ষুদ্র গল্প লেখা যে আসলে সুকঠিন এক সুমহান সৃজনশীল কর্মকান্ড সেইটা বুঝতে হইলে আপনাকে অতি ক্ষুদ্র একটা অবস্থান অন্বেষণ করিতে হইবে। যাহা আপনার গল্পের ক্ষুদ্রতার মধ্যে জীবনের অপরিসীম শূণ্যতার ব্যঞ্জনা প্রবেশ করাইতে সক্ষম হইবে। এবং এই শূণ্যতা আমি এখনই অতি ক্ষুদ্র এক প্রকাশে গল্প হিসাবে রূপাঙ্কন করিতে পারিবো।

সুতরাং সিট বেল্ট টাই করিয়া বাধুন এবং খোলা আকাশের দিকে তাকিয়ে দেখুন। তবে, সাবধান! গল্প কিন্তু এখনই শুরু হয়ে গেলো বলে। দেখতে পাচ্ছেন কিছু? হুম! তবে নিচের সাদা অংশটায় নিমজ্জিত গল্পটার সাথে মিলিয়ে দেখুন। আপনার আকাশ দেখতে কি এমন? যদি এমন হয় তবে গল্প শেষ। আর যদি না হয় তবে আপনি আমার পাঠকই নন, নিজের গল্প নিজে লিখে নিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.