আমাদের কথা খুঁজে নিন

   

প্রাচুর্য ও বিভ্রান্তি

[[কবিতা+বিশ্লেষণ+বিবিধ]]©

অর্থের প্রাচুর্য মানুষকে দান করে আনন্দ ;কেড়ে নেয় সুখ । তাই ঘুম আসে না; যদিও বা আসে ; স্বপ্ন আসে না। স্বেচ্ছাচারিতার নাম যদি স্বাধীনতা হয় -তবে দাসত্বের শৃঙ্খল অনেক ভাল। আস্তাকুঁড় যদি গন্তব্য হয় -তবে পথহারা হওয়াই শ্রেয়। খুব কম মানুষই সুযোগের সদ্ব্যবহার করতে পারে।

প্রকৃত সুযোগ আমাদের কাছে ধরা দিতে চায় বারবার। কিন্তু আমরা বুঝি না । আনন্দ আর সুখকে আমরা একই বস্তু ভেবে বিভ্রান্ত হই। আমরা ভালবাসা আর ভাললাগাকে এক ভাবি। আমরা মুগ্ধ হই না -হই মোহিত।

আমরা আকৃষ্ট হই না -হই আসক্ত। আমাদের চিন্তা চেতনায় ভুল যেন আমন্ত্রিত। তবে আমন্ত্রণের আয়োজন কিন্তু একসময় শেষ হয়ে যায়। তাই ভুলও একসময় দূর হয়ে যাবে ; নূতন সূর্যোদয়ে প্রভুর আশীর্বাদ নিয়ে সুবোধ মানুষেরা রচনা করবে সুখ-শান্তির শাশ্বত মহাকাব্য । ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।