সুখীমানুষ
টিভি মিডিয়ার চাকরী - ২ (পোষ্ট: এইচ.আর.)
(গত পর্বে বলতে ভুলে গিয়েছিলাম, একটা টিভি ষ্টেশানে এইচআর এ মোটামোটি ৩ থেকে ৫ জন লোক লাগে। )
এডমিন অফিসার: নাম শুনেই আন্দাজ করা যাচ্ছে কাজ কি হবে। হ্যাঁ অফিসের যাবতীয় এডমিনিস্ট্রেটিভ কাজ কর্ম করাই তাঁদের কাজ। এই কাজ করার জন্য একটি টিভি ষ্টশনে মোটামোটি ১০ জন বা ততোধিক এডমিন অফিসার লাগে। এডমিনিস্ট্রেটিভ এরিয়াগুলোর মধ্যে কয়েকটি হলো- ষ্টেশনরী, গাড়ী, সিকিওরিটি, লিগেল ইস্যু ইত্যাদি।
আপনি যদি অফিসিয়াল টিপিক্যাল জব করতে পছন্দ করেন তাহলে এডমিন অফিসারের পদটি একেবারে পারফেক্ট।
শিক্ষাগত যোগ্যতাঃ আমার দেখামতে গ্রাজুয়েট হলেই হয়। ব্যাতিক্রমও লক্ষ্য করা যায়।
যা যা খেয়াল রাখতে হবেঃ
- টিভি মিডিয়া মানেই হলো, এক সেকেন্ডের ২৫ ভাগের এক ভাগ (এক ফ্রেম) এরও এখানে অনেক দাম! তাই বুঝতেই পাছেন, সবকিছু যদি ঠিকঠাক মত চালাতে না পারেন তাহলে খবর আছে । যেমন ধরেন কোন একটা লাইভ টক-শো'র জন্য গেষ্ট কে আনতে গাড়ী পাঠাতে দেরী করে ফেল্লেন, তাহলে আর কোন উপায় নেই ।
যদি গেস্ট সময়ের মধ্যে পৌছতে না পারেন তাহলে বুঝতেই পারছেন ঠেলা কত উপর লেভেল থেকে আসবে!
- ভুলেও গাড়ীর সেকশনে'র এডমিন অফিসার হওয়ার খায়েস রাইখেন না, জানিনা উপরী কামাই আছে কিনা, কিন্তু এইটা জানি যে সবার ঝাড়ি খাইয়া খাইয়া বউ এর ঝাড়ির মত তিক্ত ঝাড়ি পর্যন্ত তোতা-পাখীর বোলের মত মিষ্ট মনে হবে ।
- সব সময় দৌড় এর উপর থাকতে হবে, সো এই জব যদি সিলেক্ট করে থাকেন ক্যারিয়ারের জন্য, তাহলে বি প্রিপেয়ার ফর এ বিজি লাইফ। কিন্তু এনজয় করবেন। স্কোপ অনেক বড়, লিংক তৈরী হবে অনেক বড় বড় যায়গায়, তাই এডমিনিষ্ট্রেটর অফিসার পদটি অবশ্যই একটি লোভনীয় পদ,
বেতনঃ এইচ আর এর মতই।
ইন্টারভিউ প্রসেসঃ একেবারেই ট্রেডিশনাল জবের মতই, সো ডউন্ট ওরি, জাষ্ট মাথায় রাখবেন এবং সীমিত নম্রতায় ও ভদ্রতায় বুঝিয়ে দিবেন যে আপনারে দিয়ে হবে, ব্যাস।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।