আমাদের কথা খুঁজে নিন

   

টিভি মিডিয়ায় চাকরী - ১

সুখীমানুষ

(স্বল্প দিনের অভিজ্ঞতা থেকে লেখা। যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখে তা শুধরে দিবেন এই আশা নিয়েই লেখার এই দুঃসাহস নিচ্ছি) আসছে নতুন নতুন টিভি চ্যানেল বাড়ছে কর্মক্ষেত্র। সংবাদের ক্ষেত্রে দর্শকরাও পাচ্ছেন দুই এ দুই এ চার মেলানোর সুযোগ। আর অনুষ্ঠানের ক্ষেত্রে পাচ্ছেন নানান স্বাদ ও মানের সমন্বয়। নিজে আমি আর্থিক দিক দিয়ে নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাই সংবাদ বা অনুষ্ঠানের চাইতেও বেশী আকর্ষণ হলো আমার চাকরীতে।

কেননা নতুন একটি টিভি ষ্টেশন মানেই প্রায় তিন শতাধিক কর্মী, অন্য কথায় বলতে গেলে তিন শতাধিক সোনর হরিণ। যারা ক্যারিয়ারটা শুরু করতে চান টিভি মিডিয়াতে অথবা যারা অন্য ক্যারিয়ার থেকে স্যুইচ করে আসতে চান এই জগৎ এ তাঁদের উপকারে আসবে এমন দু'একটি কথা বলার জন্যই এই ব্লগ লেখা। প্রথমেই বলে নেই প্রেজেন্টার সম্পর্কে । কারন বেশীর ভাগ মানুষেরই এই কাজটিতে বেশী আগ্রহ থাকে (অবশ্য আর.জে. হবার আগ্রহের চাইতে বেশী আগ্রহ মোটেও না )। প্রেজন্টার হতে হলে যা যা লাগে তা হলো - অবশ্যই প্রেজেন্টেবল একটা চেহারা, যে চেহারায় রয়েছে সৌন্দর্য্য এবং ব্যাক্তিত্ব।

- পোষাক এবং পোষাকের কালার কম্বিনেশন এর উপর ভালো ধারণা থাকা। - সুন্দর কন্ঠ - স্পষ্ট উচ্চারণ - সাধারণ জ্ঞান - উপস্থিত বুদ্ধি - নম্রতা, ভদ্রতা - একই সময়ে কয়েকটি বিষয়ের দিকে খেয়াল রাখার মত ক্ষমতা - অনেক অনেক টিভি প্রোগ্রামের উপস্থাপনার ভঙ্গী দেখে সেই অনুযায়ী নিজেকে আপডেট রাখার মনমানসিকতা ইত্যাদি। আপনি যদি প্রেজেন্টার হিসাবে কোথাও ইন্টারভিও দিতে যান, তাহলে সাধারণত ইন্টারভিওয়ার যা করবেন তা হলো, আপনার বসার, কথা বলার, তাকানোর ভঙ্গী দেখবেন। অতএব শুরু থেকেই আপনার মার্কিং শুরু । এর পর সাধারণত একটা পেপার ধরিয়ে দিয়ে বলা হয়, পড়ার জন্য, যেন আপনার উচ্চারণ, কন্ঠ, ষ্টাইল ইত্যাদি দেখতে পারেন।

আজকের দিনের পত্রিকায় হেডলাইন কি কি ছিলো এই টাইপ প্রশ্ন একেবারেই কমন, অতএব যাবার আগে পত্রিকাটা ভালো করে দেখে যাবেন। আরো একটি বিষয় হলো, কারেন্ট এফেয়ার্স। ধরেণ ইদানিং কালে যদি ইন্টারভিও ফেস করেন তাহলে অবশ্যই নির্বাচন , বোম্বের এ্যাটাক , ওবামা ইত্যাদি বিষয় নিয়ে প্রশ্ন করা হবে। অতএব টিভি প্রেজেন্টার হিসাবে ইন্টারভিওতে কল পাবার সাথে সাথেই রিমোট নিয়ে বেস যান, দেখুন কোথায় কি হচ্ছে, প্রস্তুতির জন্য এনাফ। (যদি আপনাদের ভালো লাগে তাহলে চলবে...)



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.