/
বিভিন্ন সংকেতের মধ্যে সে পলকা জঞ্জালের মত ছুটোছুটি করছিল
ফ্যালনা বাতাসের তাড়া খেয়ে নিমেষে অন্য সাইড গ্লাসে
ছোট ছোট মৃদু ধাক্কা
বড় ধাক্কা ছাড়া কেহ কর্ণপাত করে না
সে ধাক্কার সমান জোর তার নেই।
প্রতিটা চোখ ভরে আছে কোন জুতোর শুকতলি
তার মুখে যেন মোজার গন্ধ
দগদগে চামড়ার জামা গায়
নির্ঘাৎ কিছু একটা হয়ে যাবে
এমনই কোন কিছু
যত তাড়াতাড়ি বিদেয় হয়।
সে ছুটোছুটি করছিল দম নিতে বসা চৌরাস্তার গাড়ি সমাবেশে
রিক্সার আরোহীরা না-সূচক মাথা নাড়ায়
একটু উঁচু সিএনজি স্কুটারের আরোহীরা
বোধহয় সবচেয়ে বিরক্ত ;
ড্রাইভার সহকারীর মায়া দয়া কিছু থাকলেও
বাস যাত্রীদের কথা ভেবে ভয় পায়,
ট্রাকের শরীরের কাছে ওর ওতটুকু শরীর একেবারে বেমানান
ট্যাক্সিও গাল দিল, 'ধুত্তোরি'
ও পাজেরোর ধারে কাছে যায়নি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।