আমাদের কথা খুঁজে নিন

   

বাসের চাকায় ছিন্ন বিছিন্ন হল ৬ বছরের শিশু, আর কত তাজা প্রাণ যাবে এভাবে?

www.eee-lab.com

খবরটি এইমাত্র বিডিনিউজে পেলাম তার আগে আমার বাবা অফিসে যাবার সময় দেখেছিলেন সকালে। এ জন্য তিনি খুবই বিষন্ন ছিলেন তার বিষন্নতার কারন তার কাছে শোনার পর থেকেই খুব খারাপ লাগছিল বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের এক শিক্ষার্থী। বুধবার সকালে নিহত ওই শিক্ষার্থীর নাম হামীম শেখ (৬)। সে ওই স্কুলের বাংলা মাধ্যমে কেজি শাখায় পড়তো। পুলিশ জানায়, সকাল ১১টার দিকে স্কুলের সামনেই দুর্ঘটনায় হামীম মারা যায়।

দুর্ঘটনায় হামীমের মা সোনিয়া শেখও আহত হয়েছেন। তাকে কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানায়। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (রমনা জোন) নূরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হামীম ও তার মা স্কুলের সামনে একটি বাসে উঠতে গেলে পা পিছলে পড়ে যায়। ওই সময় চাকায় পিস্ট হয়ে হামীমের মৃত্যু হয়। " দুর্ঘটনার পর স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা সড়ক অবরোধ করলে কাকরাইল মসজিদ থেকে কাকরাইল মোড় পর্যন্ত সড়কে গাড়ি চলাচল আধা ঘণ্টা বন্ধ থাকে।

পরে পুলিশের আশ্বাসে পৌনে ১২টার দিকে তারা সড়ক ছেড়ে দেয়। দুর্ঘটনার পর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল বুধবার ছুটি হয়ে যায়। বি সেকশনের ছাত্র হামীম তার বাবা-মা'র একমাত্র সন্তান। তার বাবার নাম মোতালেব শেখ। তাদের বাসা সূত্রাপুরের সুড়িটোলায়।

গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে। সুত্র Click This Link প্রতিদিনের মতোই স্কুলে এসেছিল হামিম শেখ। কিন্তু স্কুল ছুটির পর আর বাড়ি ফেরা হলো তার। ঘাতক বাসের চাপায় মারা গেছে সে। গুরুতর আহত হয়েছেন তার মা।

রাজধানীর কাকরাইলে আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হামিম উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের প্রভাতী শাখার বাংলা মিডিয়ামের কেজি ক্লাসের শিক্ষার্থী। স্কুলের প্রিন্সিপাল লে. কর্নেল মইনুল ইসলাম চৌধুরী জানান, এ ঘটনায় স্কুল কর্তৃপক্ষ আজকের সব ক্লাস বাতিল ও কাল বৃহস্পতিবার স্কুল বন্ধ ঘোষণা করেছে। আহত মা সোনিয়া শেখকে প্রথমে ইসলামী ব্যাংক কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আজ সকাল ১০টা ৫০ মিনিটে স্কুল ছুটির পর হামিম মায়ের সঙ্গে বাড়ি উদ্দেশে রওনা হয়। তারা স্কুলের বিপরীত দিকে গাড়ির টিকিট কাউন্টারে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় পেছন থেকে মধুমতি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হামিম মারা যায়। বাসটি কাকরাইল মোড় থেকে কাকরাইল মসজিদের দিকে যাচ্ছিল।

এ দুর্ঘটনার পরপরই স্কুলের ছাত্ররা বের হয়ে রাস্তায় কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরে স্কুল কর্তৃপক্ষ মাইকিং করে ছাত্রদের স্কুলের ভেতরে নিয়ে এসে পরিস্থিতি শান্ত করে। হামিম পুরান ঢাকার লুত্ফুর রহমান লেনের বাসিন্দা। সুত্র Click This Link এসব ঘটনা বন্ধের জন্য কোন উদ্দ্যেগ নেয়া হবে না, হবে না এসবের কোন বিচার, প্রতিকারও নেই তাই এর কোন কিংবা এসব ঘটনা চলতেই থাকবে কারন এগুলোতো আমাদের জাতীয় জীবনের কলঙ্ক না শেখ মুজিব হত্যা বা জেল হত্যার মত!! এদেশে শুধু জাতীয় জীবনের কলঙ্ক মোচনের দায়িত্ব নিয়েছে সরকার!! অন্য কিছুর দায় তো তাদের নয়!! দয়া করে এই পোষ্টে কেউ প্লাস(+) রেটিং দিবেন না

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।