আমাদের কথা খুঁজে নিন

   

শাবির ভাড়া করা বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে শাবি ছাত্র আহত: গুরুতর অবস্থায় ঢাকায় প্রেরন



শাহজালাল বিশ্ববিদ্যালয়ে (শাবি) বাসের চাকায় পিষ্ট হয়ে এক ছাত্র আহত হয়েছে । গুরুতর আহত অবস্থায় তাকে রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে রাত সাড়ে ১০টায় অধিকতর চিকিৎসার ঢাকার উদ্দেশ্যে পাঠানো হয়েছে। আহত ছাত্রের নাম শাহ আলম সোহেল। সে দ্বিতীয় আবাসিক হলের বাসিন্দা ও লোক প্রশাসন বিভাগের দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিষ্টারের ছাত্র।

জানা যায়, গতকাল বিকাল ৪টায় নগরীর জিন্দাবাজার থেকে বিকাল ৪টায় হলে আসার উদ্দেশ্যে ক্যাম্পাসমূখী শাবির বিআরটিসির ভাড়াকরা চলন্ত বাসে উঠতে গেলে ছাত্রটি হাতল ফসকে নিচে পড়ে যায়। এসময়ে তার দু’পায়ের উপর বাসের চাকা উঠেগেলে মারাত্মক ভাবে আহত হয় সে। তাৎনিকভাবে সোহেলের ডান পা শরীর থেকে ছিন্নভিন্ন হয়ে যায় এছাড়াও বাম পায়ের অবস্থাা ও আশংকাজনক। ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে হাসপাতালে ভর্তি করে। আশংকাজনক অবস্থায় জরুরী ভিত্তিতে অস্ত্রোপাচারের ব্যবস্থা করা হচ্ছে।

অস্ত্রোপাচারের জন্য তাৎনিকভাবে তাকে ৫ ব্যাগ রক্ত প্রদান করা হয়। পুলিশ বিআরটিসির উক্ত বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে। এই দুর্ঘটনার জন্য নামপ্রকাশে অনিচ্ছুক কয়েক ছাত্র চালকের দায়ত্বহীনতার অভিযোগ তুলেছেন। সোহেল বাস থামানোর জন্য ড্রাইভারের উদ্দেশ্যে হাত উঠালেও ড্রাইভার বাস না থামিয়ে চালিয়ে আসে। শিার্থীদের অভিযোগ বাসটি ব্যাস্ত ওই পয়েন্ট দিয়ে অতিরিক্ত গতিতে চালানোর ফলে এ দুর্ঘটনা হয়েছে এবং বেসিরভাগের বাসের ড্রাইভার অনভিজ্ঞ।

এ নিয়ে কয়েক দিন আগে বাসের চালক, হেলপারের সাথে শিার্থীদের বাকবিতন্ডা হলেও কর্তৃপ কোন কার্যকর পদপে গ্রহন না করায় শিার্থীদের মধ্যে ােভ দেখাদিয়েছে । উল্লেখ্য গত ১৩ আগষ্ট বর্তমান তত্ত¡াবধায়ক সরকারের তিন উপদেষ্টা শাবিতে সে বিআরটিসির ভাড়া করা লক্কর-ঝক্কর মুড়ির টিন মার্কা ৮টি বাস উদ্ভোধন করেন। ভাড়া করা বিআরটিসি বাস আসার পর থেকে শাবির শিার্থীদের বাসগুলো একপ্রকার ভীতি হিসেবে কাজ করছে। উদ্ভোধনের কয়েকদিন পর ইঞ্জিন বাস্ট হয়ে কয়েকজন আহত হয় এবং নগরীর চাষনি পীর রোডে রিক্্রার উপর বাস উঠিয়ে দিলে এতে একটি ৫বছরের শিশু তার বাবা এবং রিক্্রা চালক গুরুতর আহত হয়। তারপরও প্রশাসনের নিরব ভুমিকা শিার্থীদের মধ্যে ােভের সৃষ্টি করেছে ।

এদিকে আজ সা বিআরটিসি ভাড়া করা বাস পরিহার এবং প্রশাসনের একদেশদর্শী মনোভাবের জন্য আন্দোলনে নামতে পারে বিশ্বদ্যিালয়ের সাধারন শিার্থীরা। সর্বশেষ তথ্য অনুযায়ী রাগিব রাবেয়া মেডিকেলের কর্তব্যরত চিকিৎসকগন তার অধিকতর চিকিৎসার জন্য জরুরী ভিত্তিতে ঢাকায় পাঠানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহব্বান জানান। শাবি প্রক্টর প্রফেসর ড. গোলাম আলী হায়দার চৌধূরী জানান, আহত ছাত্রের সুচিকিৎসার সকল ব্যবস্থা বিশ্ববিদ্যালয় প্রশাসন করে যাচ্ছে। এছাড়াও চিকিৎসার সম্পূর্ন ব্যায়ভার বিশ্ববিদ্যালয় কতৃপ বহণ করবে বলে তিনি আশ্বাষ দেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.