আমাদের কথা খুঁজে নিন

   

স্মরনীয় বিকেলগুলো : ভঙুর সময়ের চাকায় পিষ্ট.....কিছু স্মৃতি খোঁজা

জগৎ সংসারে কত ক্ষয় হলো সুগন্ধি সাবান। ঘ্রান তো মিলিয়ে গেলো নিমিষেই। bbl_bu@yahoo.com

বিকেলটা ফিকে হয়ে আসছে ক্রমশ........সন্ধ্যেটা পড়ন্ত আকাশের বুকে নীড় খোজাদের দিন সমাগত প্রায় যার যার গন্তব্যে .....যে যে পারে ঢুকে পড়ছে আনাগোনা আমার আকাশ ........ভাঙতে ভাঙতে নদীর বুকে........... মরানদী চমৎকার আক্রোশে দ্রিমি দ্রিমি দ্রাম দ্রাম বুকের ভেতর ভাঙনের শব্দ বাজায় নিপুন কারিগরের........ চারপাশে এমন উদ্ভট সময় যাচ্ছে আজকাল অন্ধ আক্রোশে নিজেকেই হত্যা করে ফেলি শেষ বিকেলে আজ অনেক বছর পরে সময় যখন আবার বিকেল তখনও আমি টের পাই ভাঙনের শব্দের গুড়ুম গুড়ুম ফিকে আলোয় মনে পড়ে নাম না জানা গানের কলি.......... আমার আকাশ আমার বুকেই আছড়ে পড়ে দিগম্ভরে দোয়েল আর আজ দেয়না যে শীষ জাগিয়ে দিতে বিকেলটাকে মনের মাঝে নাম না জানা অনেক কিছুই আছড়ে পড়ে যেমন পড়েছিলো একদা তোমার অলস আচলখানি.........। আমার বুকে আমার মুখে শাড়ীর পাড়ের টানাটানি । অনেক হল ফিরিস্তি তার আর কেনো আজ রেশ টানা সুখে থাকার দিনগুলো তাই আজও অমলিন দেয় দোলা । মরা বিকেল আমার কাছে আজও মরা রয়ে গেলে........ ভীষণ ভীষণ মন খারাপের দিনগুলো তাই যাই ভুলে । আবার যদি দেখা হয় কখনো তোমার আমার মনে রেখো স্মরনের বিকেলগুলো অদ্ভুদ সুন্দর ছিলো দোয়েল ফিকে আলো সাতরঙা আকাশ আর শাড়ীর আচল আজো আমি ভুলিনি........সযতনে মনের কোঠায় তুলে রাখা আছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.