আমাদের কথা খুঁজে নিন

   

কে কোথা থেকে ব্লগাচ্ছেন?

পথ হারাবো বলেই এবার পথে নেমেছি...

সামহোয়্যারইনব্লগ আমাদের সারাবিশ্বের বাংলাভাষাভাষী ব্লগারদের এক ভার্চুয়াল মিলন মেলা। আমাদের প্রতিদিনের সুখ দুঃখ আনন্দ বেদনার উপাখ্যান এই ব্লগ। প্রতিদিনের কাজের ফাঁকে ব্লগিং আমাদের মুক্তচিন্তার বিকাশ ঘটায়, আমাদের জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। প্রিয়মুখগুলো থেকে অনেক দূরে থাকা প্রবাসীরা সমমনা বন্ধু'র অভাব কিছুটা "দুধের স্বাদ ঘোলে মেটানোর" মতোই মিটিয়ে থাকেন এই ব্লগে। সেটাও কি কম পাওয়া! যাদের লেখা এত ভাল লাগে তাদের হয়তো কখনই দেখিনি, তাদের সাথে বয়সেও হয়তো সমান নই, কিন্তু কেন জানিনা তাঁদেরই লেখাতে আমরা নিজেদের বারংবার ফিরে ফিরে পাই।

চলুননা একবার জেনে নেয়া যাক কে কোথা থেকে ব্লগাচ্ছেন! জেলা এবং দেশে'র নাম জানাতে ভুলবেন না কিন্তু। সাথে সংক্ষিপ্ত পরিচিতি পেলেও মন্দ হয় না। তাই ঝটপট বলে ফেলুন .....বন্ধু, আপনি কোথা থেকে ব্লগাচ্ছেন [জানি এইডা আজাইরা পোষ্ট, কিন্তু পোষ্টতো । অনেকদিন কোন পোষ্ট দেয়া হয় না। ।

ভাবলাম নতুন কোন পোষ্ট দেয়ার আগে একটু ওয়ার্মআপ করি ]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.