আমাদের কথা খুঁজে নিন

   

ওরা কোথা থেকে এসেছে?

আমার ব্যক্তিগত ব্লগ

তখন '৮৮ এর বন্যা চলছে, রাস্তা তো ডুবেছেই, সেই সাথে আমাদের বাসার নীচ তলা হাটু পানিতে ডুবে গেছে। বলা বাহুল্য খাবার পানির রিসার্ভ ট্যাংকিও রেহাই পায়নি। চারপাশে পানি, রাস্তায় নিয়মিত নৌকা চলাচল করছে। আমরা নৌকায় করে মেইন রোডে যাই। অনেক কষ্টই সহ্য করা যায়, কিন্তু পানির কষ্ট সহ্য হয় না। তখন খাবার পানি যোগার করা ছিল সবচেয়ে কষ্টের। এসময় দেখতাম, ২০-২৫ বছরের ছেলেরা ট্রাকে করে বড় বড় ড্রামে পানি এনে মেইন রোড থেকে দিত। বাসা থেকে সবাই যার যার মতোন বালতি, হাড়ি নিয়ে সেই পানি যোগার করতো। ওদের ঐ পানি দিয়ে পুরো এলাকার লোক বেঁচে ছিল। আমি ভাবতাম এরা কারা? কথা থেকে পানি নিয়ে আসে? আম্মা বললেন, এরা ভার্সিটির ছেলে, ওয়াসা থেকে পানি নিয়ে আসে সবার জন্য ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.