আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৯২ (সরে এলাম, নিজের ব্যাক্তিত্ব ক্ষয়ে যাওয়ার আগে)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৯১ (জ্বালিয়ে দেস্, তবু টানি বুকের ভিতর) সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন : আজ তার সাথে দেখা হলো : কথা হলো! : নাহ্ সে সম্পর্ক কি আর আছে? : হুমম... : (চুপ) : চমকে ওঠলো? : ক্ষণেক, দু'জনেই : কি করলি? : মাথা নত করে দেখলাম এ হাত : কেন? : এ হাতে একদিন ছিলো ঐ হাত : হুমম : দু' হাত দিয়ে চেপে ধরলাম এ মুখ : (চুপ) : পাছে স্মৃতিচিহ্নরা কথা কয়ে বসে : (দীর্ঘশ্বাস) : ঘুরিয়ে নিলাম মুখ : ঘৃণায়? : জানিনা, চোখের জল মানলোনা শাসন : (চুপ) : হয়ত ভিজিয়ে দিলো অতীত-স্মৃতি : ধুয়ে গেল? : নাহ, এ যেন বৃষ্টি শেষে সতেজ তৃণদল : কি করলি শেষে? : সরে এলাম, নিজের ব্যাক্তিত্ব ক্ষয়ে যাওয়ার আগে। ২৬-১১-০৮, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।