আমাদের কথা খুঁজে নিন

   

এখনও চলছে চাঁদাবাজী



রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক বজলে কাদের কিছু চাঁদাবাজী চালু করে দিয়ে গিয়েছিলেন। তিনি কালা জ্বরের ওষুধ কেলেঙ্কারী তে ধরা পড়েছেন বলে খবর আছে। কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে টাকা নেয়া এবং রোগী দেখতে আসা আত্মীয় স্বজনের কাছ থেকে টিকিটের মাধ্যমে টাকা নেয়ার যে সিষ্টেম চালু করেছিলেন তা এখনও বহাল আছে। শোনা যায় এই টাকা দিয়ে উন্নয়ন মূলক কাজ হয় কিন্তু তার নমুনা দেখা যাচ্ছে না। রেডিওলজী বিভাগ থেকে সবচেয়ে বেশী টাকা আয় হলেও দীর্ঘ দিন ধরে অচল সিটি স্ক্যান মেশিনটি আজও মেরামত হয়নি।

কবে হবে সেটা ভবিতব্য জানে। আমরা সাধারণ মানুষেরা চিরদিন এক এক জন জেনারেলের ইচ্ছার কাছে জিম্মি হয়েই থাকবো? গেট পাসের টাকা দিয়ে ডে লেবার দের বেতন দেয়া হয় বলে শোনা যায় কিন্তু ওদের বেতনও নিয়মিত দেয়া হয় না। এছাড়া অন্যান্য দূর্নীতি তো আছেই। কর্মচারীদের প্রতি বছর যে কাপড় দেয়া হয় এবছর সেই কাপড় এতই নিম্ন মানের দিয়েছে যে আয়া রাও সেটা ব্যবহার না করে ফকির মিসকিন দের মধ্যে বিলিয়ে দিয়েছে। কোন এক কর্মকর্তা নাকি বলেছিল যে এবার যে কাপড় দেয়া হবে তা তারা আগে কখনও দেখে নি।

এক রসিক আয়া বলেছে যে "সত্যিই তো আমরা এত খারাপ কাপড় আগে কখনও পাই নি"। এই দূর্নীতি কবে বন্ধ হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.