মাঝে মাঝে একটি মুখের ছবি অনাকাঙ্ক্ষিতভাবে
ভেসে উঠছে চোখে। অবশ্য অনাকাঙ্ক্ষিত বলা সমীচিন হবে কি না
ভালো করে ভাববার বিষয়। ঠোঁটের ভাষায় যাকে তাচ্ছিল্য করছি
মনের আবরণে যাকে আবর্জনা মনে করছি-
অন্তরের অন্তস্থলে, একেবারেই হৃদয়ের গভীরে
সেই মুখটি হয়তো চিরকালের কাঙ্ক্ষিত বস্তু হয়ে রয়ে গেছে।
আমি জানতে পারি নি, বুঝতে পারি নি ওই একটি মুখের মাধুর্যতা
জিম্মি করে ফেলবে আমার অন্তরাত্মাকে আজীবনের তরে।
আমার চোখে এখন বর্ষাকাল। এখন বললে ভুল হবে। বিগত কয়েক
মাস ধরেই শরতের প্রতীক্ষা করছি।
কিন্তু কি আশ্চর্য! বর্ষা ফুরোয় না। এতো জল গড়িয়ে গেলো
গালের গা বেয়ে, এতো কষ্ট নেমে গেলো
সেই জলের কণায় ডুব দিয়ে- শুধু নামলো না তোমার মুখের ছবিটি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।