প্রজনীয় কথা সবাই বলে তাই আমি ভাবছি অপ্রজনীয় কথা বলব।
তোমার সাথে আজ কথা হয়নি তাই
মনে হয় পৃথিবীতে ভোর হয়নি
বাগানে ফুলেরা ফুটেনি, পাখিরা গায়নি।
এত ভালবাসি জানতাম না।
জানতাম না এক মুহুর্তও ভুলে থাকতে পারি না।
তুমি ছাড়া পৃথিবী আমার শুধুই অন্ধকার।
আমি ঘুমাই, মনে হয় তোমার কোলে মাথা রেখে শুয়ে আছি।
সারাক্ষন শুধু তোমাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে করে
তোমার দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে।
আমিও জানি তুমি
ভালবাস অসীম-সিমাহীন।
পৃথিবীর কেওকি এত বেসেছে ভাল তোমার মত?
পৃথিবীর কে আছে আর ভালবাসা পেয়েছে এত?
গানের যে এত সূর
ছিল কি আর কোন কালে?
পৃথিবীটা যে এত সুন্দর
সেতো তুমি ভালবাস বলে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।