যা তুমি আগামিকাল করতে পার, তা কখনো আজ করতে গিয়ে ভজঘট পাকাবে না...
ভালো একখান খবর পাওয়া গেল। আমাদের শুটার আসিফ ইসলামাবাদের ৪র্থ সাউথ এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে প্রথম দিনেই সোনার মেডেল জিতছে।
হুররে...
বিডি নিউজের সাইটে দেখলাম এই ভালো খবরটার সাথে জব্বর এক রসিকতা।
শনিবার ইসলামাবাদে শুরু হয়েছে চতুর্থ দক্ষিণ এশিয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ। আর তাতে রাইফেল হাতে প্রথম দিনেই জ্বলে উঠেছেন আসিফ।
জ্বালানী হিসেবে নাকি কাজ করেছে শ্যুটিং ফেডারেশনের কর্তাদের কঠোর হুঁশিয়ারি। যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ বাবলু বিডিনিউজকে যেভাবে বলেছেন, "যাওয়ার আগে আমরা আসিফকে বলেছি, এটা তোমার শেষ সুযোগ। তুমি যদি কিছু করে দেখাতে পারো তাহলে তোমার জন্য অনেক কিছু করার চেষ্টা করবো। নইলে হয়তো এটাই তোমার জাতীয় দলের হয়ে শেষ সফর হয়ে যেতে পারে। মনে হয় এটাই কাজ দিয়েছে।
"
ভাইরে, হাসুম না কান্দুম বুঝতে পারতেছি না।
যাকগা, তার চেয়ে ব্লাগার রিয়াজ শাহেদের ব্লগ থেকে একটি রসিকতা পড়ি, এই ঘটনার সাথে মিল আছে।
এক বুড়ো বিয়ে করেছে এক কচি মেয়েকে। কিন্তু কয়েক হপ্তা পর দেখা গেলো, বিছানায় যত কায়দা কানুনই বুড়ো করে না কেনো, বউ বেচারির রাগমোচন তো আর হয়না। বুড়ো তখন ঠিক করলো ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ডাক্তার সব শুনে, সব দেখে রায় দিলেন, "এক কাজ করুন। ফ্যান্টাসি সেক্স চেষ্টা করে দেখুন। ষন্ডা কোন ছোকরাকে ভাড়া করবেন। আপনারা যখন ঐসব করবেন, ছোকরা ন্যাংটা হয়ে দাঁড়িয়ে তালপাখা দিয়ে আপনাদের বাতাস করবে। " ডাক্তারের কথা কি আর ফেলা যায়? বুড়ো খুঁজেপেতে এক মুশকো জোয়ান ছোকরাকে ভাড়া করে বাড়ি নিয়ে গেলো।
কিন্তু হায়, ডাক্তারের নির্দেশমতো কাজ করেও কোনো ফল পাওয়া গেলো না। রেগেমেগে বুড়ো আবার ডাক্তারের চেম্বারে হানা দিলো। ডাক্তার সব শুনে, সব দেখে আবারও রায় দিলেন, "এক কাজ করুন। এবার উল্টো ফ্যান্টাসি সেক্স চেষ্টা করে দেখুন। ষন্ডা কোন ছোকরাকে ভাড়া করবেন।
এবার ছোকরা আপনার স্ত্রীর সাথে ঐসব করবে, আর আপনি ন্যাংটা হয়ে দাঁড়িয়ে তালপাখা দিয়ে ওদের বাতাস করবেন। " মরিয়া বুড়ো ঠিক তাই করলো; এবং এবার একেবারে হাতেনাতে ফল পাওয়া গেলো- বুড়োর বউ এক উথালপাথাল রাগমোচন লাভ করলো। বেজায় উল্লসিত হয়ে বুড়ো তখন ষন্ডা ছোকরার কাঁধে টোকা দিয়ে বললো, "এবার বুঝেছো তো হে ছোকরা, কিভাবে ঠিকমতো বাতাস করতে হয়?"
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।