আমাদের কথা খুঁজে নিন

   

হরতালেও শুটিং



রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল থাকলেও বন্ধ হয়নি নাটকের শুটিং। হরতালের মধ্যেই শুটিং করেছেন পরিচালকরা। সুমন আনোয়ার, গোলাম সোহরাব দোদুল, মিজানুর রহমান লাবু, সকাল আহমেদসহ বেশ কয়েকজন পরিচালক গতকাল শুটিং করেছেন ঢাকার বিভিন্ন স্থানে। তবে উত্তরার শুটিং বাড়িগুলোর অধিকাংশ ঘুরে দেখা গেছে, দুপুরের আগে কোনো নাটকের শুটিং শুরু হয়নি। হরতালের মধ্যেই শুটিং করেছেন তিশা।

তিনি বলেন, 'খুব ভোরে শুটিং স্পটে চলে আসি। তাই খুব একটা সমস্যা হয়নি আমার। যানজট না থাকায় বেশ আরামে চলে আসতে পেরেছি। ' কয়েকজন পরিচালক জানান, এখন সবাই ঈদের নাটক নিয়ে ব্যস্ত। একদিন শিডিউল পিছিয়ে গেলে খুব সমস্যা হয়ে যাবে।

তাই হরতালের মধ্যেও শুটিং করতে হচ্ছে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।