আমাদের নেত্বেতের সবচেয়ে বড় যে অভাব তা হচ্ছে প্রজ্ঞা। আমরা ঘুরে আবার এক জায়গায় আসার চেষ্টা করি। প্রতিটি কাজে দলমত নির্বিশেষে আজ চিন্তা করার সময় হয়েছে আমরা দেশকে কি দিলাম, আর আগামীর জন্য আমাদের কি পরিকল্পনা। স্বাধীনতা উত্তর এই পর্যন্ত যে অর্জন তার সাফাল্যকে জিরো ধরে পরবর্তী কার্যত্রুম কত সুষ্টভাবে দেশের আপামর জনগনের স্বার্থে চিন্তা করে পদক্ষেপ নিতে হবে। প্রতিটি দলকে নিস্বার্থে ভাবে জনগনের কল্যান চিন্তা করে সুদূর প্রসারী পদক্ষেপ নেওয়ার এখনি সময়।
দেশের কোটি কোটি মানুষ আজ সঠিক নেতার অভাব অনুভব করছেন। নেতাকে জানতে হবে কিভাবে পরিকল্পনা করতে হয়। কিভাবে কাজের মনিটরিং করতে হয়।
আমরা যদি বারাক ওবামার জীবন দেখি একটানা দুই বছর পরিশ্রম করে কত সুষ্টভাবে নির্বাচন করে আজ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রক্ষমতায় অধিষ্টিত হয়েছেন। এবং পরাজিত প্রার্থী ইতিবাচক ভঙ্গিতে বলেছেন বারাক ওবামা আমার প্রেসিডেন্ট।
আমাদের দেশের নেতারা কি পারবেন ইতিবাচক দৃষ্টি নিয়ে কথা বলা। নাকি আবার সেই পুরানো অবস্থা?
প্লিজ দেশের বিজ্ঞ নেতাদের কাছে আবেদন আপনারা হিংসার রাজনীতি ত্যাগ করে দেশকে এগিয়ে নেওয়ার রাজনীতি শুরু করেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।