আমাদের কথা খুঁজে নিন

   

গ্রাউন্ড জিরো



ক্রিমিয়া ক্রিমিয়া তুমি নও সিরিয়া
কোল্ড ওয়ার শেষ কোল্ড ড্রিংকস খাও

ক্রিমিয়া ক্রিমিয়া তুমি নও সিরিয়া
কোল্ড ওয়ার শেষ কোল্ড ড্রিংকস খাও

তুমি জানো না... তুমি জানো না রে সোনা
সব পথে ল্যান্ড মাইন থাকেনা
মইরা গিয়া জানছে প্রিন্সেস ডায়ানা

ক্রিমিয়া ক্রিমিয়া ও সিরিয়া সিরিয়া
কার পরে কি বসাইয়া লিখবো আর কবিতা
গোটা ইউরোপ স্বাধীনতার প্রফিট দিয়া
খরিদ কইরা নিছে দেখো রাষ্ট্রীয় বাসনা

সিরিয়া সিরিয়া ও ক্রিমিয়া ক্রিমিয়া
কি করতে কি করবা, তোমরা তো দখল
হইয়া থাকবা সাক্ষী তামাম দুনিয়া
ফোনালাপে রত ওরা- পুতিন ওবামা

কোটার দাবিতে বাঁচো ওগো তুমি নৃ

হেলিয়া দুলিয়া খালি নাচে পতাকা-

নাচে দেখো দেশে দেশে কত স্বাধীনতা আহা এশিয়া আফ্রিকা

কত্ত কত্ত যুগ লাগে আর কত্ত কত্ত যুগ
আমগো কান্ধে চাইপা বইসে সার্বভৌমত্বের ভুত

মিডিলইস্ট চ্যরিটির কনসার্টে গান গায়
কেবল আমরিকা রাশিয়া
ওই মাঠে ওপেন চ্যারেটিতে বিশেষ চাহিদা
হিজড়া পাসপোর্টে চালান করে দেবো সব বেকার যুবা

ক্রিমিয়া ক্রিমিয়া তুমি নও সিরিয়া
কোল্ড ওয়ার শেষ কোল্ড ড্রিংকস খাও

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.