পিনপতন নিস্তধ্বতা
টুইন টাওয়ারের ধ্বংসস্তূপে মসজিদ নির্মাণের ব্যপারে জনসমক্ষে সমর্থন ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ধর্মীয় ঐক্যের কথা উল্লেখ করে সব ধর্মের অনুসারীদের তাদের ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার আছে বলে দাবি করেন। হোয়াইট হাউসে এক রাত্রিভোজে তিনি তার এ মত ব্যক্ত করেন। স্বাভাবিকভাবেই যুক্তরাষ্ট্রে এ সিদ্ধান্ত বা উদ্যোগের বিপক্ষে কথা বলার লোকই বেশি। কারণ নাইন ইলেভেনের ধ্বংসযজ্ঞের জন্য মুসলিম সন্ত্রাসী গ্রুপ আল কায়েদাকেই দায়ি করা হয়।
এই কারণটাই সেখানে মসজিদ গড়ে ওঠার ব্যপারে সবচেয়ে বড় বাধা। ১১ সেপ্টেম্বরে নিহতদের পরিবারবর্গের অনেকেই সেখানে মসজিদ গড়ে তোলার বিরুদ্ধে। এমনকি অনেক প্রভাবশারী সিনেটর এবং রাজনীতিবিদরাও এর বিপক্ষে। যেমন গত নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচনকারী রিপাবলিকান প্রার্থী সারাহ পলিন বলেছেন, গ্রাউন্ড জিরো তে মসজিদ নির্মাণ করা হলে তা নিহতদের স্বজনদের মনে ক্সত সৃষ্টি করবে। তারা কেউই স্বজনদের ধ্বংসস্তূপের ওপরে মসজিদ নির্মাণের ব্যপারটি মেনে নেবেনা।
বিরোধীদের কথা তাদের স্থান থেকে ঠিক আছে, যারা স্বজন হারিয়েছেন তাদের পক্ষে আসলেই এটা মেনে নেয়া কষ্টকর। মার্কিন প্রেসিডেন্ট বারবার যুক্তরাষ্ট্রের ধর্মনিরপেক্ষতার কথা তুলে ধরেছেন। এবং এটাই তার মসজিদ নির্মাণের পক্ষে থাকার সবচেয়ে জোরালো যুক্তি। তিনি বলেন, আল-কায়েদা ইসলাম নয়, তারা ইসলাম ধর্মকে ব্যবহার করেছে মাত্র। এটাতো অতি অবশ্যই ঠিক।
নাইন ইলেভেনের হামলার পিছনে ধর্ম হিসেবে ইসলামের কোন দোষ নেই, মুসলমানদেরও কোন দোষ নেই। অনেকব নিরপরাধ মুসলমানও সেই হামলায় মারা গেছেন। তাই নিহতদের স্বজনদের আবেগকে কাজে লাগিয়ে মসজিদ নির্মাণে বাধা দেয়াটা মোটেই উদার মনোভাবের পরিচয় বহন করেনা। বরং গ্রাউন্ড জিরো তে মসজিদ নির্মিত হলে সেটাই হবে ইসলামকে ব্যবহার করে গড়ে ওঠা সন্ত্রাসীদের জন্য মোক্ষম জবাব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।