আমাদের কথা খুঁজে নিন

   

নোটস ফরম আন্ডার গ্রাউন্ড

আমি সন্ধানি চিল, খুজেঁ চলেছি অন্তরের নীল...

আমি একজন অসুস্হ ব্যাক্তি। আমি একজন বিদ্বেষপূর্ন ব্যাক্তি। আমি একজন অনার্কষনীয় ব্যাক্তি। আমি বিশ্বাস করি আমার কিডনি রোগাক্রান্ত। যদিও আমি আমার রোগ সম্বন্ধে কিছুই জানিনা এবং আমার কি হয়েছে নিশ্চিতভাবে তাও বলতে পারবোনা।

ডাক্তার এবং ওষুধের প্রতি আমার বিশ্বাস আছে, তারপরও আমি কোন ডাক্তার এর সাথে এ ব্যাপারে পরামর্শ করিনি এবং কখনো করবোও না। আমি প্রচন্ড কুসংস্কারাচ্ছন্ন। (কুসংস্কারাচ্ছন্ন থেকে মুক্ত থাকার মত আমি যথেষ্ট শিক্ষিত, তারপরও আমি কুসংস্কারাচ্ছন্ন)। যাইহোক, বিদ্বেষ থেকেই আমি ডাক্তারের পরামর্শ নিবোনা। আমি সম্পূর্নভাবে সচেতন যে,ডাক্তারদের কাছ থেকে পরামর্শ না নিয়ে আমি তাদের উচিত শিক্ষা দিতে পারবোনা।

অন্য সকলের চেয়ে আমি বেশ ভালো জানি য়ে, এসব করে আমার নিজের আরো বেশি ক্ষতি হবে। তারপরও আমি যদি ডাক্তারের সাথে পরামর্শ না করি তবে তা বিদ্বেষ থেকেই। আমার কিডনি ক্ষতিগ্রস্ত,ভালো,আরো ক্ষতিগ্রস্ত হোক। আমি প্রায় বিশ বছর ধরে এরকম করছি। আমার এখন বয়স চল্লিশ।

আমি সরকারী চাকুরীজীবি ছিলাম কিন্তু এখন নেই। আমি একজন বিদ্বেষী অফিসার ছিলাম। আমি ছিলাম বর্বর এবং এভাবেই আমি আনন্দ পেতাম। আমি ঘুষ নিতাম না আর এভাবেই আমি এই বর্বরতার প্রতিফল করতাম। (এটি একটি অগোছালো সারমর্ম,তবে আমি এটা কেটে দেবনা।

আমি বুদ্ধিদীপ্ত ভেবে এগুলো লিখেছিলাম কিন্তু আমি এখন দেখতে পারছি যে, আমি শুধুমাত্ত ঘৃন্যপথে এগুলো ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। কিন্তু আমি বিশেষ উদ্দেশ্যের জন্য এগুলো কেটে দিবোনা। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.