আমাদের কথা খুঁজে নিন

   

মফস্বল শহরের দিনগুলি

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)। শাফিক আফতাব--------- এই যে ব্রীজ রোড, ডেভিট কোম্পানি পাড়া, ভিএইড রোড বিসিকের বিস্তীর্ণ এলাকা, মাস্টার পাড়ার চিকোন গলি ঘাঘটের ঘোলা জল, বিশাল পাটের গুদা, কৃষিকলোনীর খামার জেলা পরিষদ অফিসের বৃদ্ধ আম্রবৃক্ষ কিছু মুন্সিপাড়ার শহীদ মিনার, আর সবুজাভ দালানের জেসিকার পেলব তনু ; এই নিয়ে আমার মফস্বল শহরে প্রথম যৌবনের দিনগুলি : আহা ! কী যে হাওয়ার মতোন ফুরফুরে গোলাপ ঘ্রাণের মতো ঝরঝরে, শীতরাতের সফেদ লেপের নিচের মিষ্টি আবেশের প্রবলতা, কিংবা সাদারোদ মাখা কিশোরীর কাচা স্তনের সুবাস। ফনিক্স সাইকেলের প্যাটেলে হাওয়ার দুর্দান্ত গতি, এলো চুলে বোশেখ বাতাসের উদ্ভাস, বর্ধিত অঙ্গে পৃথিবীর ভূমি কর্ষণের শানিত ফলা, এই নিয়ে কেটে গেছে আমার যৌবনের কত বেলা ; অবেলা।

মাসিক ম্যাগাজিনে কবিতা প্রকাশের পর আহা সে কী যে অনুভূতি ! প্রথম প্রেমের মতোন আনন্দ যেন Ñ যেন প্রথম প্রেমিকার নরম হাত ছোঁয়ানোর দুর্লভ মুহুর্ত। রসায়ন স্যারের সফেদ আস্তর দালানের সে কী যে প্রাচীন গন্ধ, স্যারের লেকচারে বহুজল মগ্ন দিঘির গভীরে থাকা মাছের সন্ধান, সরকারি কলেজের অধ্যক্ষ স্যারের কনিষ্ঠ কন্যার সেই শহর কাঁপানো প্রেম আর তুমি জেসিকা আমার । প্লাবন ভাইয়ের রাতজাগা গানের তামিল তার ব্যর্থ প্রেমের বিরহ প্লাবিত পদাবলি। কত সন্তানের জননী এখন তুমি ? তোমার পেয়ালা ভরানো ভালোবাসাগুলো আগের মতোন সোনারং রোদে জ্বলে ? ঘাঘটের পাড়ে একদিনও কি যাওনা আর, নানা ছলে......... নিসর্গ : ঢাকা ২৭.০৫.২০১৩ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.