আমাদের কথা খুঁজে নিন

   

একজন মফস্বল সাংবাদিকের প্রথম বেতন প্রাপ্তি> একান্ত ব্যাক্তি গত পোস্ট, সামুর কল্যানে নিয়োগ

বিকল্প গনমাধ্যমের চিন্তা থেকেই এখানে একটু লেখালেখি করি কি লিখব, সামুকে ধন্যবাদ জানাতে এই পোস্ট লিখছি, প্রায় দেড় বছর থেকে সাংবাদিকতা করছি। সামুতে এই ব্লগে নিউজ গুলো পোস্ট করতাম। টাকা ছাড়ায় কাজ করেছি, একটি অনলাইন ও একটি দৈনিক পত্রিকায়। কিন্তু ২০-২২ দিন আগে সামুতে দেখলাম সাংবাদিক নিয়োগ, তাই নিজের ব্লগ লিংটা দিয়ে দিলাম, আর একটা সিভি মেইল করে দিলাম, পরে প্রায় ১০ দিন মাথায় একদিন রাতে একজন ফোন করে বলে আমি স্টেট নিউজবিডি থেকে বলছি, আপনি কি নাহিদ বলছেন, বললাম হ্যা, তারপর তিনি বললেন আপনি যে টাকা চেয়েছেন আমরা দিব , আপনি আমাদের এই ইমেল ঠিকানায় নিউজ পাঠাবেন, বলে ইমেল টা বলল, আমি লিখে নিলাম। তিনি বললেন আমি আজম, তার পর আজম ভাইয়ের কথামত নিউজ পাঠালাম, মনে সংশয় ছিল টাকা দেবে ত, তারপর গত ১ তারিখে ফোন দিলাম আজম ভাইকে, ভাইয়া এই মাসের বেতনটা কুরিয়ারে পাঠালে ভাল হয়, আমি আনাকে ঠিকানা মেইল করেছি।

তিনি বললেন নাহিদ তুমি কখন জয়েন করেছ, আমি বললাম গত ১৯ তারিখ না তার কদিন আগে মনে নাই। আজম ভাই বললেন আমি তোমাকে ৩ তারিখ পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠাব। তিন তারিখ ছিল শনিবার পরের দিন রবিবার আবার আজম ভাইকে ফোন দিলাম তিনি বললেন তুমি ঘন্টা খানিকের মধ্য টাকা পেয়ে যাবা। প্রথম বেতন পাচ্ছি, আমি তখন দুপুর ১টা ১৫ মত বাজে ,ছুটলাম , প্রেসক্লাব এলাকা থেকে পোস্ট অফিসের দিকে, এবারই প্রথম বেতন পাচ্ছি, আর এটিই পোস্ট অফিসের মাধ্যমে তোলা প্রথম টাকা। কিন্তু ২.৩০ মিনিটে বাড়ির দিকে আবার পা বাড়ালাম, টাকা তোলা হয়নি, মনে আশাহত বেদনা নিয়ে দুপুরের খাবার খেয়ে শুয়ে আছি, ৩ টায় একবার আজম ভাইকে ফোন দিলাম, ফোনটা ধরল না ভাইয়া, ।

কিছুক্ষন পর বাইরে বের হব, মোবাইলে দেখি একটা ম্যাসেজ এসেছে, দেখি আজম ভাইয়ের ম্যাসেজ, ফোন দিলাম, ভাইয়াকে বললাম, ভাইয়া ম্যাসেজ পেয়েছি, ভাইয়া বলল, কাল পিন নাম্বার টা দেখিয়ে পোস্ট অফিস থেকে টাকাটা তুলে নিও। আমি ১৫০০ টা পাঠিয়েছি। সত্যি বলছি, আমার এত ভাল লেগেছে তা বুঝাতে পারব্ না। তারপর আম্মাকে বললাম, আরো অনেককে জানালাম। ধন্যবাদ সামু েতামাকে ।

এই মাসে নেটের বিলের জন্য আম্মার কাছে টাকা নিতে হয় নি। আমি চেষ্টা করছি নিজেকে আরো একটু গুছিয়ে সাংবাদিকতা পেশায় থাকা, জাত সাংবাদিক হতে চাই। সকলে আমার জন্য দোয়া করবেন। আমার লেখাটা শুধু আমার প্রথম বেতন পাওয়ার স্মৃতিটা তুলে ধরলাম, এটা একদম ব্যাক্তিগত পোস্ট হয়ে গেল, কেউ ভুল বুঝবেন না। আবারো সামু কে ধন্যবাদ।

কাল আমের মুকুলের উপর একটা প‌্যাকেজ পোস্ট করব ভিডিও সহ কি ভাবে ভিডিও পোস্ট করা যায় একটু জানাবেন। সকলের জন্য শুভ কামনা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.