আমাদের কথা খুঁজে নিন

   

কালবৈশাখী ঝড়ে উড়ছে আমার মফস্বল শহর

মাথার ঝাঁপিতে বন্দি কবিতার দল.....

কালবৈশাখী ঝড়ে উড়ছে আমার মফস্বল শহর, যেন বেজে গেছে সময়ের আগে ঈশ্রাফীলের সেই বিনাশী শিঙ্গা । বিকেলের স্তব্ধ উষ্ণতা বলে গিয়েছিল আজকের তাজা খবর গরমের পর প্রকাশ্য হামলা হবে, আজ ঝড় হবে আজ শহরের আকাশ কাঁদবে দ্রুত ধাবমান বায়ুর আড়ালে ধোঁয়ে মুছে যাবে সব কলঙ্ক দাঁগ চোখের ওপারে,অনেক দূরে। কালবৈশাখী ঝড়ে উড়ছে আমার মফস্বল শহর.... চিরন্তন শক্তের প্রবল রোষের টানে কাঁপছে আকাশ কাঁপছে টিনের চাল, বস্তি আর দুর্বীনিত কৃষ্ণচূড়ার ডাল ভিজে চুপচুপে হয়ে আছে কোণার ঐ ছোট্ট খেলার মাঠ আর্দ্রতা ছুঁয়ে একপাশে ভিজে ত্রি-চক্র যানের চালক। সময়ের সজ্ঞা না মানা এ অনাদী উৎসের প্রতীকের জোর কখন কোন বারন শুনেনি, জানেনা কিভাবে থেমে যেতে হয় সহস্র শক্তির অপব্যয় থেকে,হিংস্রতা থেকে ধ্বংস থেকে ক্ষমা করে দিতে হয় অবলার ছোট্ট মোরগের ঘর। কালবৈশাখী ঝড়ে উড়ছে আমার মফস্বল শহর এক বুক ইট-পাথরের ভীতু সৈনিক ও লোহার বর্শা নিয়ে। শিরোনাম কৃতজ্ঞতা: ব্লগার আরাফাত শান্ত ভাই। অসাধারণ এই লাইনটি যার মস্তিষ্ক প্রসূত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।