আলো অন্ধকারে যাই...
এক যুগ থেকে লাইনে দাঁড়িয়ে আছি
আমার সামনে পান্জাবী পড়া সারি সারি যুবক
যুবকদের বুকপকেটে একটি করে হৃদয়
শূন্যতা দেখতে দেখতে
ছানি পড়ে গেছে চোখে
মোমের আলোয় রূপসী'র মুখ দেখবে বলে
যুবকদের হাতের মুঠোয় অন্ধকার
লাজুক বৃষ্টির শব্দ শুনে
যুবকেরা ছুটে যায় কেউ কেউ
আর ফেরে না
তিতিরের ঘর খোঁজা শালিক
উড়ে যায় ডানা ভেঙ্গে !
ছোট হয় সারি
ক্ষয়ে ক্ষয়ে নদী হয় অপেক্ষার বরফ
যুবকের হাতে হাত রাখে যুবতী
স্বর্গে নিয়ে যায়
আগামীকাল আমার বন্ধু স্বর্গে যাবে
একদিন আমিও
(তারপর নিঃস্ব হয়ে কোনদিন, দাঁড়াবো নরকের লাইনে,আমরা যুবকেরা)
[উৎসর্গ: আমার খুব কাছের একজন বন্ধুকে, আগামীকাল সে বিয়ে করতে যাচ্ছে। অনন্ত শুভকামনা ।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।