সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ - ৮২ (এতেই এত খুশি? আর কিছু কি চাইবিনা তবে? )
সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন
: হঠাৎ করে শাড়ী কেন?
: (মুচকি হাসি)
: হাসিটা যেন..ওমম.. অন্যরকম (দুষ্টমি হাসি)
: হুমম , হে হে
: হে হে মার্কা তোর অসহ্য হাসি, ওফ্..
: হে হে হে হে ...
: বল্ হঠাৎ করে শাড়ী কেন দিলি?
: এমনি
: বার মাস্ তো টানাটানি, গরিব-প্রেমিক আমার
: গরিব বলে কি গিফ্ট দিবো না ?
: অনু! রাগ করলে মানায় তোরে? আজিব!!
: , শাড়ী দিলাম করতে সীমা-লংঘন।
: ওমা! সে কিভাবে?
: অধিকার আমার হাত ধরাতেই সীমাবদ্ধ
: (চুপ)
: আমার দেয়া শাড়ীখানা করবে আমার ইচ্ছাপূরণ
: কি ইচ্ছা (দুষ্ট-হাসি)
: জড়িয়ে রাখবে তোরে আষ্টেপিষ্টে
১৮-১১-০৮, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।