"A little knowledge of science makes man an atheist, but an in-depth study of science makes him a believer in God." Francis Bacon.
This picture is Salim Hossen Gaus, a carpenter from Bangladesh, who winches himself every day 100ft up to a platform he's built in a tree, just so he has space to read. Apparently everyone thought he was mad, but are now asking him to build platforms for them too.
"I feel a deep affinity with nature when I am in the tree writing poetry in the moonlight or looking at the sun rising or setting," he said.
No, not mad at all.
গ্রাম বাংলার এতিহ্যবাহী তাল গাছ ক্রমেই বিলীন হয়ে যাচ্ছে । বিলীন হয়ে যাচ্ছে আরো অনেক কিছু । কিন্তু তালগাছের মত একটি অতি প্রয়োজনীয় এবং গ্রামান্চলের বহু নিম্ন ও মধ্য আয়ের মানুষের অর্থ উপার্জনের উৎস এই তালগাছ ক্রমেই বিলীনের তালিকায় চলে গেলে হাজারো মানুষের মাথায় হাত পড়বে - এটা নিশ্চিত ।
বিশেষ করে নওগাঁ জেলার মহাদেবপুরসহ আশেপাশের আরো ৯ টি উপজেলার শত শত মানুষ এই তালগাছ কেন্দ্রিক অর্থনৈতিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত । এই মানুষগুলো তালগাছের এমন দুর্দশার চিত্র দেখে আগাম ভবিষ্যত ভাবনায় নিমজ্জিত হয়ে পড়েছে ।
সংশ্লিষ্ট অনেক ব্যক্তি ও পরিবারের সাথে কথা বলে জানা যায়, একটি তালগাছকে বহুমুখী অর্থনৈতিক কর্মকান্ডে ব্যবহার করা যায় । উদাহরণস্বরুপ তারা বলেন, কচি তাল বাজারে ভাল মূল্যে বিক্রি হয়, তালগাছের পাতা দিয়ে পাখা ও পাটি তৈরী হয়, তালগাছের রস সুস্বাদু পানীয় ও ভাল দামে বাজারজাত হয়, পুরো তালগাছ ও এর ডালপালা উন্নতমানের জ্বালানি এবং গাছটির গুল আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার হয় । তালগাছের গুল দিয়ে বসতঘরের খুটি, ঘরের তালার তীর ইত্যাদি । শুধুমাত্র বসতঘরের সরন্জামাদি হিসেবে তালগাছের গুল ব্যবহারকে ঘিরে এর সাথে সম্পৃক্তরা মাসে মাসে প্রচুর টাকা আয় করে থাকে । সম্পৃক্তরা ধরেই নিচ্ছে যে , তাদের সেই আয়ের রাস্তা ক্রমেই রুদ্ধ হয়ে যাচ্ছে ।
গ্রামান্চলের বাসিন্দারা জানায়, এক সময় মাঠ প্রান্তরের আনাচে-কানাচে পর্যাপ্ত তালগাছ মাথা উচুঁ করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে । কিন্তু এখন সে দৃশ্য আর চোখে পড়েনা । কারণ হিসেবে তারা জানায়, যে যার প্রয়োজনে তালগাছ কেটে নিয়ে চলে গেছে কিন্তু কাটার পর ভুলেও কেউ নতুন করে একটি গাছও রোপণ করেনি । এমতাবস্হায় বহু মানুষ দাবী আকারে জানায়, গ্রামান্চলের হাজারো মানুষের অর্থ উপার্জনের প্রধান হাতিয়ার তালগাছ রক্ষাসহ নতুন করে আরো গাছ রোপণের জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হউক ।
তথ্য সূত্র- দৈনিক ইনকিলাব- ১৭-নভেঃ-২০০৮
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।