এই ছোট্ট সময়ে নিজেকেই চেনা যায় না... তাই বলে আমি বসে থাকতে শিখিনি...... -------------------------------------------------------------------------------- যদিও সব কিছু বিলীন হবে শূন্যে মনে রেখ আমায় ,খুঁজো হয়ে হন্যে । সব স্মৃতি রয়ে যাবে অমলীন হতে দেবো না কখনও তোমার সব ভালবাসা শূন্যে বিলীন আমি আছি , সবসময় থাকব তোমার পাশে, পাশে অতি সযত্নে , সবসময় রাখব যদিও সব কিছু বিলীন হবে শূন্যে মনে রেখ আমায় ,খুজো হয়ে হন্যে । -------------------------------------------------------------------------------- [ © আবেগ হীন ] --------------------------------------------------------------------------------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।