' আত্মহত্যা ' এই কথাটা শুনলেই আমরা অনেকেই নাক সিটকাই ধরনের ভাব করি । কারণ এটি ঠিক না । এই জন্য । আমিও মানি তাই । কেউ কিন্তু সুখে আত্মহত্যা করে না ।
কোন না কোন দুঃখে করে । এই জিনিসটা আমরা এড়িয়ে যাই । আমরা বলি '' জীবন বড় । কষ্ট আসবেই তাই বলে মোরে যাবে । ''
আমারও একই কথা কিন্তু দুঃখটা যখন হঠাৎ করে ধাক্কা দেয় ।
তখন সেই ধাক্কা সে সইতে পারবে নাকি সেইটা হইলো মূল কথা । সইতে না পারলে জীবনটা দিয়ে দেয় ।
এই ' আত্মহত্যা ' নিয়ে লেখার কারণ এই জিনিসটা আমার মাথার ভিতর মাঝে মাঝেই ঘুরতে থাকে । না , কখনো চেষ্টা করি নি । না ইচ্ছা আছে ।
কিন্তু মন তো মানে না । নিজের মাথার ভিতর ঘুরতে থাকে ।
আমি একসময় একটা ওষুধ সেবন করতাম ঠাণ্ডা এর জন্য যার পার্শ্বপ্রতিক্রিয়া গুলোর মধ্যে একটি ছিল '' আত্মহত্যার প্রবণতা বাড়াবে '' এরপর সেইটা ব্যাড দেই । তো সেই সময় আমার মাথায় সারাক্ষণ ঘুরত কিভাবে মরা যায় ? গায়ে আগুন লাগিয়ে ? হাতের রগ কেটে ? বাসা থেকে বেরিয়ে যেতে ইচ্ছা করতো । কিছু টাকা জমাতাম তো সেই টাকা নিয়ে বেরিয়ে যাওয়ার ইচ্ছা করতো ।
পড়ে কলেজে উঠার পর মানবিক শাখার এক শিক্ষককে জিনিসটা জিজ্ঞেস করি । সে বলে , '' এর কারণ হয়তো কিছু হরমন আছে যেগুলো মানুষের কষ্টের স্মৃতিকে ঢেকে রাখে । অইর ওষুধ সম্ভবত সেই হরমোন নিঃসরণ এ বাধা দেয় । যার কারণে কষ্টগুলোকে ফোকাসে রেখে আত্মহত্যা করার ইচ্ছা খুব প্রবল হয় । ''
এই বিষয়ে গল্প লিখে জিনিসটা বুঝাইতে চেয়েছিলাম কিন্তু গল্পে আমি হয়তো একটা দুইটা বিষয় তুলে ধরতে পারবো এইজন্য তা বাদ দিলাম ।
কিছু ঘটনা তুলে ধরি -
০১ - বাংলাদেশ পাকিস্তানের এশিয়া কাপের ম্যাচের পর দুইজন আত্মহত্যা করেছে ।
কারণ - আমি সহ প্রায় সবাই বলে তারা গাধা । এইটা একটা শুধু খেলা ।
কিন্তু জিনিসটা হল খেলাতা আমাদের কাছে কিন্তু তাদের কাছে হয়তো তা ছিল না । বাংলাদেশ ক্রিকেট হয়তো ছিল তাদের কাছে অনেক বেশি কিছু ।
হয়তো এই ধরনের খেলার জন্য সব সময় অপেক্ষায় থাকে । কিন্তু তাদের আশা পূরণ হল না । তাতে তারা যেই কষ্টটা পেয়েছে তা আমাদের মতো জ্ঞানীদের পক্ষে তা বোঝা সম্ভব না
০২ - এসএসসি , এইচএসসি পরীক্ষায় খারাপ করার পর অনেকেই আত্মহত্যা করে ।
কারণ - এই জিনিসটা আমি ভালো বুঝি । এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের দিন ঠিক করদছিলাম এ প্লাস না পেলে বাসায় আর আসবো না ।
আত্মহত্যা যারা করে তাদের সম্পর্কে বলা হয় , '' গাধাগুলার মরাই উচিত । ফলাফলের জন্য কেউ কি আত্মহত্যা করে ? ''
কিন্তু বলেন আমি আপনি সেই ছেলেকে কীভাবে দেখি যে পরীক্ষায় ফেইল করছে ? তাহলেই উত্তর পাবেন । আর টাইনা টুইনা পাশ করলেও সে বলতে পারবে পাশ করছে কিন্তু কোন প্রতিষ্ঠান তার শিক্ষা গ্রহণের ব্যাপারে নিশ্চয়তা দিবে ? এই সম্পর্কে লিখতে গেলে অনেক পেজ লেখতে পারবো ।
বলা যতো সহজ মেনে নেয়া কি পরিমাণ কঠিন তা আমি আপনি চিন্তা করতেও পারবো না । তাদেরকে সাহায্য না করে আমরা শুধু তাদের দোষই দিয়ে যাবো ।
এই তাদের প্রাপ্য ।
তাছাড়া অনেক ঘটনা আছে । প্রেমের জন্য মরে , বাপের কাছে ল্যাপটপ না পাইলে মরে আরও কত কি ?
আমি আপনি বলে দিচ্ছি এক ঝটকায় এরা গাধা । কিত্নু বুঝতে চেষ্টা করছি না এরা যে কারণে মরেছে তার পিছনে একটা কারণ আছে । যেই কারণ সে খুব প্রকটভাবে নিয়েছে ।
আমরা এই নিয়ে কিছু করতে পারি যে ' এইগুলো কিছুই না । ''
আমার এখন যখন কোন কারণে ' আত্মহত্যা ' করতে ইচ্ছা হয় তখন চোখ বন্ধ করে যুক্তি তর্কে নামি নিজের সাথে । আর জয়ী হই বলেই এখনও আছি । আমাকে আত্মহত্যা করতে ঠ্যাকায় আমার ধর্ম আমার চারপাশ ।
আমরা অনেকেই বলি যারা আত্মহত্যা করে তারা কাপুরুষ ।
কিন্তু আ্মি বলছি তাদের প্রচুর সাহস কিন্তু তা তারা চলে যেতে ব্যবহার করছে ।
আমি বুঝেছি ' কেউ কোনদিন পরিকল্পনা করে মরতে পারবে না । তাকে মরতে হলে হঠাৎ করে মরতে হবে । অনেক সাহস যোগাড় করে । আসে পাশের সকল কিছু ছেড়ে যাওয়া কোন একটি মাত্র কারণে কঠিন বড়ই কঠিন ।
আমি নিজের মাথার ভিতরে একটা ক্যাসেট ছাড়ি '' LIFE IS BEAUTIFUL . LIFE IS BEAUTIFUL . LIFE IS BEAUTIFUL .................... '' আর বলি ' আমি নিজের ইচ্ছায় জন্মাই নি । সুতরাং নিজের ইচ্ছায় মৃত্যুরও কোন অধিকার নেই আমার । ''
জীবনটা অনেক সুন্দর । সবাইকে এইটা বুঝিয়ে দেয়া উচিত । তাহলে আর হয়তো কেউ মরবে না ।
জীবন অনেক বেশি সুন্দর ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।