সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ - ৮০ (একটু খানি মরণ দিবি? সুখের মরণ?)
সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন
: অনু
: ওঁমম..
: তোর ব্যাস্ততারে ফাঁকি দিবি?
: কেন বল্ তো?
: একটা দিনের ছুটি দে তোর সকল কাজে
: কি হবে তাতে?
: ব্রহ্মপুত্র দেখা হবে
: ওমা! ঢাকার বাইরে?
: হুম হুম ময়মনসিংহ
: কী বলবি বাসায়?
: প্রেমের পরে, মিথ্যা বলায় পারদর্শী
: হে হে হে
: জানিস্, মিথ্যা বলাটাও শিল্প বটে
: হুমম.. তো যাত্রা কবে?
: আজই, যাবো আসবো দিনেদিনে
: গুছানো সব !
: হি হি হি হুম..ট্রেনের টিকেটও
: পাগলী একটা!
: ভালো লাগছে, কান্না পাচ্ছে, সুখের কান্না
: (চুপ)
: একটা দিনের ঘর-পালানোর সুখ হি হি হি।
১৭-১১-০৮, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।