আমাদের কথা খুঁজে নিন

   

আমার বন্ধু অভি ও গুড়ো দুধ

জীবন যেখানে থমকে দাঁড়ায় কবিতারা সেখানে উপছে পড়ে বাঁধ ভাঙা জোয়ারে....

অভিকে আমি কতটা ভালবাসি সেটা নাই বললাম। তবে অভির সাথে সাথে অন্তুকে ভালবাসতে গিয়েই উপলব্ধি করলাম আসল সত্যটা। ইদানিং পত্রপত্রিকা, টিভি চ্যানেল সহ ইলেট্রিক মিডিয়ায় গুড়ো দুধের মধ্যে বিষাক্ত মেলামাইন বিষয়ক সে সংবাদ পরিবেশন করছে তাতে অভি অন্তুদের অভিভাবক মহলে বেশ আলোড়ন তুলেছে। তারা না জেনে শুনে তাদের সন্তানদের বিষ খাওয়াচ্ছিলেন। আসলেই বিশ্ময়ের ব্যাপার।

কিন্তু ঘটনাটা যদি এমন হয় কেউ তার সন্তানের মুখে বিষ তুলে দিতেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাহলে কি করবেন আমাদের অভিভাবক তথা বিজ্ঞমহল। ইউরোপ সহ আমেরিকা এখন অর্থনৈতিক মন্দার দিকে ধাপিত হচ্ছে। তাদের এখন অর্থণৈতিক অবস্থান সুদৃড় করতে এমন নয়তো বিষেশ কোন কোম্পানীর পিছনে কোটি কোটি ডলার বিনিয়োগ করছেন যার পার্সেন্টে ভেষে গেছে আমাদের অভিভাবক খ্যাত, শিক্ষাঙ্গণের মুকুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মন্ডলী (!) যারা হয়তো বিক্রি হয়ে গেছেন। নয়তো সামাজ্যবাদকে দুরে রাখা যাবেনা।

নিজের স্বার্থে আমার মাকেও আমি বিক্রি করতে পারি। আজ বাঙালীর এই স্বভাবকে জেনে গেছে বিশ্ববাসী। কিন্তু আমরা যারা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি তাদের দায়িত্ব কোথায়? কই ডানোর বিষাক্ত মেলামাইন তো আমাদের কোন ইভেক্ট তৈরি করেনি। কিন্তু আমরা যারা দায়িত্বশীল হিসানে মেলামাইনের বিষাক্ত ছোবলে গুড়ো দুধ বন্ধ করে দিয়েছি তারা কি ভেবে দেখেছি অভি অন্তুরা না খেয়ে অভিমান করে বসে আসে। হয়তো সে ডানো বা অন্য কোন ব্রান্ডের প্রতি তার আসক্তি।

যা আমাদের কর্তব্যরত কর্তৃপক্ষ ব্যান্ড করে দিয়েছেন। আমরা কি করে নিশ্চিত হবো, আসলেই তা মেলামাইনের দোষে দুষ্ট, না আমাদের কর্তৃপক্ষ ডলায়ের জোয়ারে ভেসে গিয়ে কেড়ে নিতে চাইছেন অন্তু অভিদের মুখের হাসি??? এই প্রশ্নটা আমার ব্লগ বন্ধুদের প্রতি। আপনারা যারা দেশকে ভালবাসেন, নিজের বিবেকের কাছে দায় বদ্ধ তাদের প্রতি আমার উদাত্ত আহবান আপনি দেশটাকে বাচান। দেশ আমার মা মাকে বাচানো সন্তানদের কর্তব্য।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.