সুখীমানুষ
সংক্ষিপ্ত সংলাপ - ৭৫ (ভুল করেছি কাছে এসে, প্রায়শ্চিত্ত করবো দূরে গিয়ে)
: হ্যালো সপ্তী
: ওমম..
: চুল বেধেছিস্?
: ওঁনহু..
: কেন?
: অনু, তুই আমাকে অলস করেছিস
: সে কিভাবে!
: চুল বেধে, নখ কেটে, যত্ন করে
: নিজে তবে করতে নেই আর!
: হি হি হি না নেই
: পাগলী সাজবি?
: বড্ড লোভী আমি
: তাই বলে সন্ধাবেলা চুল বাধবিনা!
: যা করে দিস্, তা সারা জীবন তোর হাতেই ন্যাস্ত।
: পাগলী একটা!
: এ্যাই পাগলীটাকেইতো ভালোবাসিস
: হুমম..
: হি হি হি
: শুন, সন্ধাবেলা চুল না বাধলে ভূতে ধরে
: ভূতেতো ধরেই আছে! (খুব সহজ করে)
: ওঝা ডাকবো?
: নাহ্, ওঝা আসলে বরং তাড়িয়ে মারবো
: সে কেন?
: হুঁম হুঁম..
: নাম কী ভূতের! কুন্তুশান্তু? (চাপা হাসি)
: নাহ্, ভূতের নামটি হলো ভালোবাসা।
: (পাগলী আমার, এমন করে আর কারো প্রেমিকা কি বলতে পারে!)
: (বুদ্ধু, এত সরল ভাবে ভালো আর কারো প্রেমিক কি বাসতে পারে?)
১৩-১১-০৮, ঢাকা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।