আমার কল্পনার রঙে সাজানো ভালবাসার ছড়া-ছড়ি
অত রঙ কেন মুখে, সিনেমার পোস্টারের মত?
রং মাখি কি সুখে
আজে আজে কথা বলিস যত।
রং তো রঙীন হবার জন্য, সেকি সুখের নয় ?
অত কিছু কি বুঝি
রঙ দিয়ে পেট চালাতে হয়।
অদ্ভুত কথা তো, রঙ লাগিয়ে কি পেট চলে?
কান্না কি কেঊ দেখে
রঙ ঢঙ্গেই তো সবাই ভোলে।
কেন যাস বিপথে, কেনই বা রঙীন ছলনা?
পথই যে দিলি তোরা
হৃদয়ে তো ঠাঁই দিলি না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।