আমাদের কথা খুঁজে নিন

   

রঙীন মাছ আর ২২ লক্ষ টাকার প্রোপোজাল পাশ

সুখের দিনে তোমার কথা ভাবি....দুখের সাথে একলা রয়ে যাই....

এই মাত্র জেলা পরিকল্পনা আধিকারিক, ফিশারী কো-অপারেটিভ আর মত্স্য দপ্তরের আধিকারিকের সাথে রঙীন মাছ চাষ দেখে এলাম। খুব ভাল লাগলো। সংসারের আয় বাড়ানোর, বাড়ানোর বলি কেন সংসার চালানোর খুব ভাল পথ। আমাদের প্রজেক্টে মত্স্য দপ্তরের কাজের গতি ছিল মন্থর। তাই তৃতীয় বছরের পরিকল্পনায় জেলা পরিকল্পনা আধিকারিক এদের টাকা দিতে রাজী হচ্ছিলেন না।

আমার আবার জলাশয় কেন্দ্রিক বহুমুখী প্রকল্পে মত্স দপ্তরের আরো ইনভল্বমেন্ট প্রয়োজন ছিল। অনেক বলে কয়ে জেলা পরিকল্পনা আধিকারিককে রাজী করালাম। উনি বললেন, ঠিক আছে আগে দেখব কেমন করে কি হয়। আমরা সবাই গেলাম। মনে ভয় ছিল যদি মাছ না পাই তবে মুশকিল।

কিসের ভয়, ওনার, আমার ধারনাই বদলে গেল। ছোট জায়গায় কংক্রিটের চৌবাচ্চা করে এই মাছ চাষ করা যায়। করা যায় ছোট পুকুর করেও। তবে চৌবাচ্চায় মাছের গায়ের রঙ ভাল হয়। মাছের বাজারে খুব চাহিদা।

এক একটি ৪০-১০০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। ঐ এলাকার ৭৬ টি পরিবার এই মাছ চাষ করে সংসার চালান। দুটো ব্লকে ৮০০ পরিবার। জেলা পরিকল্পনা আধিকারিককে জোর করে ৪ টা মাছ দিয়ে দিলেনগ্রামের মহিলারা। যাই হোক প্রোপোজাল মনে হয় পাশ হয়ে যাবে।

২২লক্ষ ৫ হাজার টাকা। ২১ টা জলাশয় কেন্দ্রিক বহুমুখী প্রকল্প। দুঃখের কথা আমার বাড়িতে অ্যাকোরিয়াম নেই। ফ্রী তে মাছ আনতে পারতাম। (গ্রামের দরিদ্র মানুষদের রঙীন মাছ চাষে উৎসাহিত করতে পারেন, চাষ করতে পারেন আপনিও।

পদ্ধতি এবং অন্যান্য খুটিনাটি কেউ আগ্রহ প্রকাশ করলে বলব। )

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.