স্বপ্নকুটিরে ধেয়ে আসা সিডরে আমাদের গল্পগুলো সময়ের কাছে হয় নতজানু। করে ক্ষমাভিক্ষা।
এভাবে দূর ডাকে চলে যাবে তুমি! নেপোলিয়ন প্রত্যয়ে যে আমি ভাগ্যরেখাকে ফুঃ দিয়ে উড়িয়ে পাঠিয়েছিলাম দূর আকাশে সেই আমিই নিয়তি খপ্পরে আজ অসহায় রাজা ঈদিপাস।
চারপাশে তাকাই আমি। পৃথিবীটা কি খানিকটা টাল ! ভুলে গেছে কি সে আহ্নিক গতি, বার্ষিক গতি ! হায়, বিষণ্ন ঘড়ির কাঁটা তবু যে ঘুরে !!
তুমি চলে গেলে।
ইতিহাসের নতুন মোড়ে দাঁড়িয়ে আমি। হারিয়ে ফেলেছি তোমার প্রীতিউপহার। সেই রঙীন চশমা। স্বপ্ন ভুলে যাওয়া নিঃসঙ্গ ডাহুক আজ আমি। অসহায় জোড়া চোখ দেখছে শুধু সর্ষেফুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।