আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতা কেন চাইতে হবে?” .....

লেখার কপিরাইট স্বত্ব © হতভাগ্য কবি কিবা শুধুই একজন অপদার্থের নিকট সংরক্ষিত। ফেচবুক-https://www.facebook.com/Herokwazedmafia প্রথমেই বিঃদ্রঃ একবার হইলেও শাহবাগের আন্দোলন, কিছু আগুন জ্বলা চোখ দেখে আসেন কইলজাটা এত্ত বড় হয়ে যাবে, খোদার কসম। । । “স্বাধীনতা কেন চাইতে হবে?” জানি না স্বাধীনতা কি, বুঝি না মানুষ কেন এইটা চায় স্বাধীনতা কেন চাইতে হবে! তুমি কি জানোনা রক্তে মাখা ইতিহাস? তুমি শোনইনি ?!! এটা ভালো, তোমাকে দেশ নিয়ে ভাবতে হয় না, তুমি ভাব চাল, সিএনজি, দ্রব্যের বাড়ন্ত দাম নিয়ে কিংবা বিদেশী চিরস্থায়ী চাকুরি , সুন্দরী আধুনিক রমণী অথবা রাস্তার নোংরা মানুষগুলোকে কিভাবে দূর করা যায় তা নিয়ে, তবু একবারও জানতে ইচ্ছে হয় না স্বাধীনতা কি? আচ্ছা আমিই বলি, যদিও আমারও ধারণা স্বচ্ছ নয়, বাঙালী আমির চোখে, স্বাধীনতা হল রক্ত, ৪০ বছরের পুরানো টাটকা রক্ত, এই রক্তকে টাটকা রাখতে ফরমালিন লাগে না এই রক্ত ধর্ষিতা কিশোরীর, বুটের নিচে পিষ্ট হয়ে মরা ছয় বছরের শিশুর- দেশ মায়ের ডাকে, বৃদ্ধা মাকে ঘরে রেখে যাওয়া যুবকের। জনতা আমির চোখে, স্বাধীনতা হল গণতন্ত্রের নামে তন্ত্র-মন্ত্রের চমক, একঝাঁক মুক্তিযোদ্ধাদের ভীড়ে একজন নাদুস নুদুস রাজাকার, একটি খবর আর তিন দিনের ফলোআপ নিউজে ভুলে যাওয়া হত্যাকান্ড, শত সহস্র প্রতিশ্রুতির নিচে চাপা পড়া সাধারণ মানুষের বিবেগ। তরুন আমির চোখে, স্বাধীনতা হল নিঃশর্ত মুক্তি চাই লিখা পোস্টার, নারীকে পণ্য করে খুচরা দ্রব্য বিক্রি করা, তরুনের টি-শার্টে বিপ্লবী চে গুরেভারার জ্বলন্ত চোখ; মেটাল কনসার্ট করে মুক্তিযোদ্ধা কল্যান ফান্ড গঠন করা। --হেসে বললাম এইবার বুঝলে স্বাধীনতা কি?? তুমি রুক্ষভাবে মুখবাঁকিয়ে বললে- "“না এগুলো স্বাধীনতা নয় "” --তবে স্বাধীনতা কি?? বললে "ঠিক জানিনা “তবে উইকিপিডিয়ায় দেখলেই জানা যাবে"।” আমি মনে মনে আওড়ালাম- আজো আমি বাতাসে লাশের গন্ধ পাই, জীবন্ত লাশ, চিরকালের লাশ। © হতভাগ্য কবি

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.