যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানী প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায়না আমি তাদের ঘৃণা করি
দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ,
নোনাধরা দেয়াল ঝুলকালির ছাত স্যাঁতসেঁতে
মেঝে বিরান মরুভূমি
জানা কথা,রাজনন্দিনীর কোমল পেলব শরীর
উৎসে ফিরবে-ফিরেছে।
জীবনের কণ্টক পথে খালি-পা দাঁড়িয়ে শতবার
বলেছি চোখে চোখ রেখে
ভালবাসা মানে চোখ বাঁধা ষাঁড়,উন্মত্ত ছোঁটে
হয় মারে নয় মরে
হয় জ্বালায় নয়তো জ্বলে ধিকি ধিকি জ্বলে
পুড়ে পুড়ে খাঁক হয়
অশুচি দেহ সন্দেহবাতিক মন জোস্নাভেজা রাত
আর দক্ষিণা বাতাস
ভালবাসবে অথচ জ্বলবে না তা কি হয়?
কাঁদবে অথচ কাজল মুছে যাবে না তা কি হয়?
কাঁদাবে অথচ কান্না শুনবে না তা কি হয়?
ফেরাবে অথচ ফিরতে দেবে না তা-ই বা কি করে হয়?
অথচ কি সাবলীল অবলীলায় সব হয়ে গেল
যা তুমি চেয়েছিলে
দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ
চুলের ক্লিপ ভাঙ্গা চূড়ি দলা করা ফুল নিভে যাওয়া
লোবান কাঠি তিন প্রহরের সৌরভ
শত রজনীর না-বলা কথা তেমনি পড়ে আছে সব
শুধু তুমি চলে গেছ
দীঘল প্রগাঢ় ঘুম থেকে জেগে দেখলাম
তুমি চলে গেছ.......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।