আমাদের কথা খুঁজে নিন

   

অনেক পথের শেষে তবু হলো জানা দুর থেকে ভালোবাসো কাছে যেতে মানা, ছুতে তার পারবে না নাগপাশ; ভালোবাসা কাঁটাময় ক্যাকটাস!

জানলাম-'' যিনি বীর্যবান , গুনবান, চরিত্রবান , কান্তিমান , বিদ্বান , ধর্মজ্ঞ , কৃতজ্ঞ , সত্যবাদী , দৃঢ়ব্রত , প্রিয়দর্শন , ইন্দ্রিয়জয়ী , ক্রোধজয়ী , সর্বহিতকারী , পরোন্নতি-সহনশীল এবং লৌকিক ব্যবহারে দক্ষ - তিনিই আদর্শ পুরুষ । " বারান্দার টবে যতোই যত্ন করে রাখি কাছে গেলেই ক্ষত বিক্ষত হবো জানি, আহত হবে সব বিশ্বাস; ভালোবাসা কাঁটাময় ক্যাকটাস! আদরে পানি ঢালি শুকনো গোড়ায় তাতেও অসহ্য হয়ে রঙ সে হারায়, নুয়ে পড়ে শুধু করে হাসফাস; ভালোবাসা কাঁটাময় ক্যাকটাস! এতো ভালোবাসি যারে এতো যারে ভাবি কাটার আঘাত দিয়ে সেও যায় ছাড়ি, বেদনায় ভরে যায় চারপাশ; ভালোবাসা কাঁটাময় ক্যাকটাস! অনেক পথের শেষে তবু হলো জানা দুর থেকে ভালোবাসো কাছে যেতে মানা, ছুতে তার পারবে না নাগপাশ; ভালোবাসা কাঁটাময় ক্যাকটাস! (ভালোবাসা কাঁটাময় ক্যাকটাস, ডি মুন, ২৮/০৫/২০১৩, রাত ১২;০৭)  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.