আমাদের কথা খুঁজে নিন

   

সরদার ফজলুল করিম সা'দত আলি আকন্দ সাহিত্য পুরস্কারে ভূষিত



বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক ও অনুবাদক অধ্যাপক সরদার ফজলুল করিম বাংলা একাডেমী পরিচালিত সা'দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০০৮-এ ভূষিত হয়েছেন৷ জ্ঞানচর্চা ও সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৯ অক্টোবর বিকালে একাডেমীর সেমিনার কক্ষে বাংলা একাডেমীর মনোগ্রাম সংবলিত ক্রেস্ট, সনদ এবং ২৫ হাজার টাকার চেক তাঁর হাতে তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বাংলা একাডেমীর মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ৷ অধ্যাপক সরদার ফজলুল করিম তার প্রতিক্রিয়ায় বলেন, "এ পুরস্কার প্রদান করায় আমি আনন্দিত৷" তিনি আরো বলেন, "বাংলা একাডেমীকে আমার দ্বিতীয় বাড়ি বলে গণ্য করি৷ বাংলা একাডেমীর কাছে আমার হৃদয়গত অনেক ঋণ আছে৷" অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সা'দত আলি আখন্দের কন্যা তাহমিনা হোসেন৷ সভাপতির ভাষণে বাংলা একাডেমীর মহাপরিচালক ড. সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, "বাংলা একাডেমী দেশের একজন বরেণ্য মানুষকে পুরস্কার প্রদান করতে পারায় একাডেমীর সকলেই নিজেদেরকে সম্মানিত মনে করছে৷ তিনি এই বরেণ্য লেখকের দীর্ঘায়ু কামনা করেন৷" উল্লেখ্য, সরদার ফজলুল করিম ১৯৬০ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলা একাডেমীর সংস্কৃতি বিভাগের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেছেন৷ ১৯৭২ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন৷ চল্লিশ ও পঞ্চাশের দশকে তিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন৷ রাজনৈতিক-জীবনে তাঁকে কয়েকবার আত্মগোপন ও ১১ বছর কারাভোগ করতে হয়৷ সূত্র: দৈনিক ইত্তেফাক, ৩০ অক্টোবর ২০০৮ ইং।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.