আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৬৮ (চুমু'র যখন মানেই বুঝিনি)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৬৭ (মশারী টানাবে কে!) : কিরে কি হলো? : ভাগ্যটা যদি উল্টানো যেত : সে কি কথা! : ভেবে দেখ : বল্ : ছোট্ট বেলা কত রূপসী চুমু দিতো : হুমম হুমম.. : চুমু'র তখন মানে বুঝতাম! : বেয়াদব হি হি হি : আর যখন চুমুর মানে বুঝলাম... : তো? : একটা চুমু চেয়ে চেয়ে ভিখারী সাজি : এ্যাই দেইনা তোরে! : হাজার চেয়ে তবেই শুধু গালে একটু ছোঁয়া : চাওয়াটা কিন্তু বেড়েই যাচ্ছে (শাসন) : আজকাল ভিখারীও পাঁচ পয়সা নেয়না : চুমু'র মূল্য পাঁচ পয়সা ! : যা আছে তোর তা কোটি টাকা : হুম হুম.. : সেই তুলনায় ঐ চুমুখানা পাঁচ পয়সাও নয়। : (এত ভদ্রভাবে এত অসভ্য আব্দার কিভাবে করিস্?) : (জোর করতে তো ভয় লাগে, সুযোগটাতো দে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।