আমাদের কথা খুঁজে নিন

   

আমি কি বিচার চাইতে পারিনা?

আমরা মনে করি রাজাকারদের পুরো বাহিনীকে ধরনী থেকে নিশ্চিহ্ন না করা পয'ন্ত আমাদের যুদ্ধ থামানো যাবেনা-তাই সবার প্রতি আহবান, আসুন- নিজ বাড়িতে নব নব প্রজন্মকে উদ্ভুদ্ধ করি। মনে রাখবেন, পরিকল্পিত আর সংগঠিত বাংলা'র শক্তি অপ্রতিরূদ্ধ। এই লড়াইয়ে বিজয় আমাদের হবেই সাইন্স ল্যাবের মোড়ে যেতেই হঠাত এক রিকশাচাল্ক পিছন থেকে ডাক দিলেন,"মামা কই যাবেন?" আমি বললাম, যাবো শাহবাগ,কিন্তু আমি হেঁটেই যেতে পারবো। উনি বল্লেন,"চলেন আপনেরে নামায় দিয়ে আসি" আমি অসহায়ের মত বললাম - মামা আমার তাড়াতাড়ি যাওয়া লাগবে ঠিকই,কিন্তু পকেটে দুই টাকা ছাড়া কিছুই নেই। আমাকে বিস্মিত করে দিয়ে বল্লেন,"এইটা কি বলেন, আমি এইমাত্র ওই রাস্তা দিয়ে আসছি,আপনি কি কাজে যাইতেসেন খুব ভালো মতই জানি, আপনার কাছ থেকে টাকা নিবোনা, শুধু একটা অনুরোধ,ওই জায়গায় গিয়ে আমার কথাটা বইলেন,আমার কাকী আট মাসের গর্ভের বাচ্চা সহ এই কাদের মোল্লার হাতে ধর্ষিত হইছে, আমি কি বিচার চাইতে পারিনা?" যেতে যেতে বারবার চোখ ভিজে আসছিল... নাহ,দেশে এখনও যুদ্ধ করার মত কিছু মানুষ বেঁচে আছে" :'(

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.