আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৬৬ (তোর ভদ্রতার কাঁথায় আগুন)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৬৫ (মন যদি দেই,অন্য কিছু রাখবো কেন!) : বদলে গেছিস্ : ভাল না খারাপ? : কার বিচারে? : তোর! : জানিনা : তারমানে খারাপ.. : হুমম : ভালোবাসছিনা?! : বাসছিস : সময় দিচ্ছিনা? : দিচ্ছিস্ : কেয়ার করছিনা? : বেশীই করছিস্ : এইটা খারাপ? : হুমম : সে কিভাবে? : এত কেয়ার করতে বলেটা কে! : কি করবো তবে? : দস্যিপনা : যেমন : জড়িয়ে ধরবি : আচ্ছা আচ্ছা, আর : সুযোগ সন্ধানী হবি : রেগেতো যাস্ ! : সেতো যাবোই, তাই বলে থেমে যাবি? : থামতে কি নেই? : সব কিছু কি মুখে বলবো? বুদ্ধু। : আজ দেখি খেপেই গেলি! : খালি খালি বুড়ি হবো? : পাছে অভদ্র হই : তোর ভদ্রতার কাঁথায় আগুন ৫-১১-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।